ভা’রতীয় পেঁয়াজ আসায় পাইকারি বাজারে দাম কমেছে

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৩:২২

Spread the love

 

এক সপ্তা’হ পর দেশে পেঁয়া’জের বাজারে স্বস্তি ফিরতে শু’রু করেছে।স্থল’বন্দরে আ’ট’কে থাকা ভা’রতীয় পেঁয়াজ আসায় পাই’কারী বাজারে সব ধরনের পেঁয়া’জের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। কার’ওয়ান বাজারে দেশি পেঁয়া’জের পাইকারি দর ৭০ থেকে ৭২ টাকা। ভা’রতীয় পেঁয়াজ ৫২ থেকে ৫৫ টাকা।

এক সপ্তাহ পর দেশে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে পেঁয়াজের বাজার নিয়ে আর আতঙ্ক নেই, উদ্বেগ কমেছে ভোক্তাদের। দেশব্যাপী বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি প্রায় ১০-১৫ টাকা দাম কমেছে পণ্য’টির। ফলে আরও দাম কমা’র অ’পেক্ষায় ক্রে’তা সমা’গম নেই বাজারে। একই সঙ্গে মিয়ান’মা’র থেকে পেঁয়া’জ আসা শু’রু হয়েছে।

গত’কাল খুচরা বাজারে এলাকা ভেদে দেশি পেঁয়া’জ বি’ক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ থেকে ১০০ টাকা। ভা’রতীয় পেঁয়া’জ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা’য়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »