করোনায় হঠাৎ বাড়ল মৃত্যু-শনাক্ত

Spread the love

-মহামারি ক’রোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘ’ণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মো’ট মৃতের সংখ্যা বেড়ে দাঁ’ড়াল ৬ হাজার ১৯৪ জন। এ’ছাড়া করোনাভাইরাস শনাক্ত হ’য়েছে আরও ১ হাজার ৮৩৭ জ’নের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হ’লো ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জ’ন করোনা রোগী।

-রোববার (১৫ নভেম্বর) বি’কেলে করোনাভাইরাস নিয়ে স্বা’স্থ্য অ’ধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ ত’থ্য জানানো হয়।

-সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অ’ধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বা’ক্ষরিত সং’বাদ বি’জ্ঞপ্তিতে আরও উ’ল্লেখ করা হয়, এ দিন সু’স্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। মোট সুস্থ হয়ে’ছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।

-এর আগে শনিবার (১৪ নভেম্বর) দেশে আ’রও ১ হাজার ৫৩১ জনের দে’হে করোনা শনাক্ত হয়। এ’ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যা’ন আরও ১৪ জন। এ দিন সুস্থ হন ১ হা’জার ৪৬২ জন।

-এদিকে, বৈ’শ্বিক মহামারি ক’রোনাভাইরাসের তা’ণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। এ ভা’ইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ছা’ড়িয়েছে। আর এ মহামারিতে আ’ক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছা’ড়িয়েছে ১৩ লাখ ১৮ হা’জার।

-ক’রোনাভাইরাসে আক্রান্তদের সং’খ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রা’খা ওয়েবসাইট ও’য়ার্ল্ডওমিটারের ত’থ্যানুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃ’ত্যু হয়েছে ১৩ লাখ ১৮ হা’জার ৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লা’খ ১৮ হাজার ৮৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৬ হা’জার ৮৯১ জন।

-বিশ্বে এখন প’র্যন্ত করোনায় আক্রান্ত হয়ে স’বচেয়ে বেশি মৃত্যু হয়েছে যু’ক্তরাষ্ট্রে, ২ লাখ ৫১ হাজার ২৫৬ জ’ন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সং’খ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষ’মতাধর এ দেশটিতে এখন প’র্যন্ত ১ কোটি ১২ লাখ ২৬ হা’জার ৩৮ জন আক্রান্ত হয়েছেন।

-করোনা আ’ক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃ’তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভা’রত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৪ হা’জার ৯০২ জন। এখন পর্যন্ত দে’শটিতে করোনায় আক্রান্ত হয়ে মা’রা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৭৪ জন।

-করোনা আ’ক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃ’তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আ’ছে ব্রাজিল। দেশটিতে এ’খন পর্যন্ত এ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৫৮ লা’খ ৪৮ হাজার ৯৫৯ জন। এখন পর্যন্ত দে’শটিতে করোনায় আক্রান্ত হয়ে মা’রা গে’ছেন ১ লাখ ৬৫ হা’জার ৬৭৩ জন।

-করোনায় মৃ’তের সংখ্যার দিক থেকে চ’তুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশ’টিতে এখন পর্যন্ত এ ভা’ইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ হা’জার ২৫৯ জন। আর এ প’র্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লা’খ ৩ হাজার ২৫৩ জন।

-আক্রান্তের দিক থে’কে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। দে’শটিতে এখন পর্যন্ত আক্রান্ত হ’য়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৫৯৯ জন। আর মৃতের সং’খ্যা ৪৪ হাজার ২৪৬ জন।

   ১৫ ন’ভেম্বর (রোববার)-এর আপডেট

 গত ২৪ ঘণ্টায়   মোট
 শনাক্ত ১৮৩৭ ৪৩২৩৩৩
 মৃত্যু ২১ ৬১৯৪
 সুস্থ ১৬৯৩ ৩৪৯৫৪২
 পরীক্ষা ১৪৬০ ২৫৪১১৯৪

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »