স্থগিত পরীক্ষাগুলো দুই–এক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে

Spread the love

আজকের ঝলক নিউজ :

করোনার কারণে- বেশি সমস্যায় পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যা;লয়ে অধীন স্নাতকের (সম্মান) চূড়া;ন্ত পর্বের দুই লাখ ২৬ হাজার পরীক্ষার্থী।

মোট ৩১টি বিষয়ে স্নাতকের (সম্মান) চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ মার্চ সাধারণ ছুটি ঘোষণার আগে।

চূড়ান্ত পর্বে মোট আটটি তত্ত্বীয় পরীক্ষা হয়। এর মধ্যে মোটাদাগে পাঁচটি বিষয়ের পরীক্ষা করোনা বন্ধের আগেই শেষ হয়েছিল।

দীপু মনি বলেছেন, ‘আশা করছি তাদের পরীক্ষাগুলো ধীরে ধীরে নিয়ে নিতে পারব আমরা। একটু সময় হয়তো লাগবে। কিন্তু অনুরোধ করব, এখন থেকেই তাঁরা যেন পরীক্ষা;র জন্য পূর্ণ প্রস্তুতি নিতে থাকেন। এক মাস বা দুই মাস পরে যখন পরীক্ষা হবে, তখন যেন আবার না বলেন প্রস্তুতি নিতে পারিনি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে যারা আছেন, ধরে নেও;য়া হয় এই পরীক্ষার পর তাঁরা কর্মজীব;নে প্রবেশ করবেন। এখানে পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা বোধ হয় সঠিক হবে না। পরিস্থিতি এখনো যা তাতে মনে হচ্ছে, এঁদের পরীক্ষা নেওয়া যাবে। এইচএস;সি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় এবং কারিগরিতেও বিভিন্ন প;র্যায়ে যাঁরা আছেন তাদের পরীক্ষা নেওয়ার বিষ;য়টি ভাবা হচ্ছে। আলাপ আলোচ;না করা হচ্ছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »