চাকরি করছেন ফাঁসির আসামি

Spread the love

চাঁপাইনবাব’গঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতা মনিরুল ইসলাম হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডা’দেশপ্রাপ্ত অন্যতম আসামি মো. সিরাজুল ইসলাম মুন্সিকে এখনো চাক’রিচ্যুত করা হয়নি বলে অভিযোগ। তাঁর এমপিও-ও বা’তিল করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ অ’ক্টোবর শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে মনি’রুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। তিনি উপজেলার সোনামসজিদ স্থ’লবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়ে’শনের কোষাধ্যক্ষ ও শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘট’নায় তাঁর স্ত্রী রহিমা বেগম শিবগঞ্জ থা’নায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

বিচারকাজ শে’ষে গত বছরের ২০ জুন অ্যাসোসিয়েশ’নের সিনিয়র সহসভাপতি ও বালিয়া’দিঘী দারুস সুন্নাহ গোলিস্থীয়া দাখিল মাদরাসার সহসুপার সিরাজুলসহ ৯ আসা’মিকে মৃত্যুদণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জ’জ আদালতের বিচারক। এ সময় দুজনকে যাবজ্জীবন দেও’য়া হয়। তবে আসামিরা উ’চ্চ আদালতে আপিল করায় এখ’নো রায় কার্যকর হয়নি।

অভিযোগের বিষয়ে বালিয়াদিঘী দারুস সুন্নাহ গোলিস্থীয়া দা’খিল মাদরাসার সুপার ‘আব্দুল মালেক বলে’ন, ‘আদালত রায় ঘোষণার কিছুদিন পরই সিরাজু’ল ইসলাম মুন্সিকে চাকরি থেকে বরখা’স্তের আদেশ চেয়ে নীতিমালা অনুযায়ী মা’দরাসা শিক্ষা বোর্ড ডিজি বরাবর আবেদন পাঠা’নো হয়েছে।’

তিনি আরো ব’লেন, ‘সিরাজুল ইসলামের বে’তন-ভাতা বন্ধ আছে। কিন্তু এখনো তাঁ’র এমপিও বন্ধ হয়নি। এই এমপিও বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। এম’পিও বন্ধ করার ক্ষম’তা মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপ’ক্ষের।’

উপজেলা মাধ্য’মিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তা’ফিজুর রহমানের দাবি, ‘কোনো শিক্ষ’ককে চাকরিচ্যুত করতে হলে (সংশ্লিষ্ট) শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের আবে’দনের পরিপ্রেক্ষিতে বো’র্ড গঠন করা হয় এবং বোর্ড অভি’যুক্ত ব্যক্তিকে চা’করিচ্যুতসহ সব ব্যবস্থা নেয়। কিন্তু সিরাজুল ইস’লাম মুন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া’র জন্য আমাদের কা’ছে এখনো অভি’যোগ আসেনি।’

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »