স্পিডবোট চলাচলে নিয়ম মানার বালাই নেই

Spread the love

পটুয়াখালীর রা’ঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরু’টের আগুনমুখা নদীতে স্পিডবোটডুবির ঘটনার ৪৫ ঘণ্টা পর নিখোঁজ পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে গত’কাল শনিবার। গত’কাল সকালে  আগুনমুখা নদীর বিভিন্ন স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়।’

অন্যদিকে বরিশালের অভ্যন্তরীণ নৌপথে স্পি’ডবোট চলাচলে নেই কোনো নি’য়ন্ত্রণ। বাড়তি ভাড়া আ’দায়ের পাশাপাশি রাতেও নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে স্পি’ডবোট। অতিরিক্ত যা’ত্রী বহনের পাশাপাশি যাত্রী নিরা’পত্তা উপেক্ষা করছেন চালকরা। যাত্রীদের জন্য স্পিডবোটে লা’ইফ জ্যাকেট রাখার কথা থাকলেও এক’টি রুট ছাড়া অন্য কোনো রুটে তা রাখা হয় না।

আগুনমুখা নদী থেকে উদ্ধার ক’রা হয়েছে রাঙ্গাবালী থানার পুলিশ স’দস্য ও বাকেরগঞ্জ থানার জিরাইল গ্রামের মৃত রহমানের ছেলে মহিবুল হক (৪৫), কৃষি ব্যাং’ক রাঙ্গাবালী শাখার পরিদর্শক পটুয়াখা’লী থানার আউলিয়াপুর এ’লাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মোস্তাফিজু’র রহমান (৩৫), বেসরকারি সং’স্থা  আশার কর্মী বাউফল থানার কাশিপুর ল’ক্ষ্মীপাশা এলাকার শাহজাহান সিকদারের ছেলে হুমা’য়ুন কবির (৩১), সড়ক নির্মাণ শ্র’মিক পটুয়াখালী সদর থানার ময়দান মাদ’রাসা এলাকার রহিম হাওলাদারের ছে’লে হাসান (৩৫) এবং নির্মাণ শ্রমিক বাউফল থা’নার জয়গোড়া এলাকার মৃত আলম হাও’লাদারের ছেলে ইমরানের (৩২) লাশ।

উপজেলা নি’র্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান ও রাঙ্গা’বালী থানার ওসি আলী আহমেদ জা’নান, উদ্ধার করা লাশগুলোর পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে পান’পট্টির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পি’ডবোটডুবির ঘটনা ঘটে গত শুক্রবার। এতে চালকসহ ১৩ যাত্রী জীবি’ত উদ্ধার হলেও পাঁচজন নি’খোঁজ ছিলেন। গতকাল তাঁদের লা’শ উদ্ধার করা হয়।

এদিকে বরিশালের অভ্যন্তরীণ নৌপথে স্পিডবোট চলা’চলে বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি রাতেও নি’ষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে। অতিরিক্ত যা’ত্রী বহনের পাশাপাশি যাত্রী নিরাপত্তা উপে’ক্ষা করছেন চালকরা। এ’তে মাঝেমধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে যাত্রীসাধারণ। বিশেষ করে রাতে দ্রুতগতিতে চল’তে গিয়ে দুর্ঘটনায় পড়ছে স্পিডবোট। স’র্বশেষ রাঙ্গাবালীতে দুর্ঘটনায় পাঁচ যাত্রী মারা যান।

স্পিডবোট দুর্ঘটনার পরিসংখ্যা’ন পুলিশ বা প্রশাসনের কা’ছে নেই। তবে গণমাধ্যমে প্রকা’শিত খবর ও স্পিডবো’ট মালিকদের তথ্য অনুযায়ী গত ৩১ আগস্ট রাতে হিজ’লার মেঘনায় দুটি স্পিডবোটের মু’খোমুখি সংঘর্ষে এক নারী নিহত হ’ন। ওই দুর্ঘটনায় মামলা কিংবা গ্রেপ্তার হয়’নি কেউ। ২০১৬ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যা’ ৭টার দিকে বরিশা’ল সদর উপজেলার লাহারহাট এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-মেয়ে নিহ’ত হন। ওই ঘটনায় দুই চিকিৎস’ক গুরুতর আহত হন।

ওই ঘটনার পরের দিন বন্দর থানায় পুলি’শ বাদী হয়ে মামলা করে। ডি’সিঘাট স্পিডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলমকে পুলিশ গ্রেপ্তা’রও করে।

বিষয়টি নিয়ে ডি’সিঘাট স্পিডবোট মালিক স’মিতির সভাপতি কালাম শরীফ বলেন, ‘দুটি স্পিডবোট ও চালকরা ভোলার। ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। সমি’তি সঠিকভাবে ত’দারকি করেনি, এই অভিযোগে মামলা করা হয়। বর্তমানে মামলা বিচারা’ধীন। আমরা জামিনে র’য়েছি।’

ডিসিঘাট ঘুরে দে’খা গেছে, প্রতিটি বড় স্পি’ডবোটে ১২ থেকে ১৪ জন যা’ত্রী তোলা হচ্ছে। এতে কো’নো যাত্রী আপত্তি করলে চালক বা মালিক পক্ষের লো’কজন তাঁদের সঙ্গে দুর্ব্য’বহার করছেন। বোটে রাখা হয় আট থেকে ১০টি লাই’ফ জ্যাকেট। যার মন চাইছে পরছে। নেই কোনো বা’ধ্যবাধকতা। স্পিডবোটের সঙ্গে নে’ই বয়া। তবে বরিশাল থে’কে ভোলা পর্যন্ত জন’প্রতি ভাড়া ঠিকই নেওয়া হ’চ্ছে ২৫০ টাকা।

ডিসিঘাট স্পিড’বোট মালিক সমিতির তথ্য অ’নুযায়ী, বরিশালের ডিসি’ঘাট থেকে ভোলার ভেদুরি’য়া, বরিশালের লাহারহাট থেকে ভেদুরিয়া, বরিশালের বুখাইনগর থেকে মেহেন্দিগঞ্জ, বরিশালের তালত’লী থেকে পাতরহাট, মুলা’দীর মীরগঞ্জ ফেরিঘাট, হিজলা, বাকেরগঞ্জের দুর্গাপাশা, বাউফলের কালিশুড়ি, ধু’লিয়া নৌরুটে স্পিডবোট চলাচল ক’রছে। বরিশাল-ভোলা রুট ছাড়া অন্য কোনো রুটে যাত্রীদের জন্য লাইফ জ্যা’কেট নেই।

বরিশাল থেকে ভো’লাগামী যাত্রী মলয় মিত্র  বলেন, ‘জরুরি কাজে বরিশালে এসে’। কাজ শেষে দিনে দি’নে ভোলায় ফিরতে হবে। এ কারণে স্পিডবোটে উঠেছি। চালকদের আচরণ খুব রূঢ়। স্বল্পসংখ্যক লাইফ জ্যাকেট আছে, তা-ও বো’টে ফেলে রাখা হয়েছে।’

বিআইডাব্লিউটিএ বরিশালের নৌ’নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা’পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফি’জুর রহমান বলেন, ‘রাতে বা দিনে চলাচল ও অন্যান্য বিষয় দে’খার কথা নৌ পুলিশ ও স্থানীয় প্রশা’সনের। সবচেয়ে বড় কথা, মানুষ সচেতন না হলে এসব দুর্ঘটনা বন্ধ হবে না। মানুষ রাতে না উঠলে স্পিডবোট চলবে না।’ ‘



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »