প্রধানমন্ত্রীকে শার্শা উপজেলার ছাত্রলীগের ধন্যবাদ

Spread the love

মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনধি : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে যশোরের শার্শা উপজেলা ছাত্র লীগ।

সোমবার মঙ্গলবার ১৩ অক্টোবর বিকাল ৩টার সময় নাভারন বাজারে সংগঠনের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন রাসেলের নেতৃত্বে বিশাল আনন্দ র‍্যালি ও বক্তব্যর মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নাভারন বাজার মেইন সড়ক প্রদক্ষিন করে নাভারন ডিগ্রী কলেজের সামনে এক সমাবেশের মাধ্যমে ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার বলেন, যেহেতু সংসদ অধিবেশন বসছে না, তাই ১৩ অক্টোবর (মঙ্গলবার) মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারীর মাধ্যমে এটি কার্যকর করা হবে।

ধর্ষণের বিরুদ্ধে সাধারণ মানুষের দাবীর সমর্থনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের আইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে শার্শা উপজেলা ছাত্রলীগ।

সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন রাসেল বলেন নারী ও শিশু আইনের ৯(১) উপধারায় ধর্ষণের সাজা ছিল যাবজ্জীবন কারাদ-, এটি সংশোধন করে গতকাল মন্ত্রিসভায় মৃত্যুদ-ের প্রস্তাব উত্থাপন করা হয় এবং সেটা পাশ করা হয়।

উল্লেখ্য,এখন থেকে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদ- অথবা যাবজ্জীবন কারাদ-। সেই সঙ্গে ৯(৪) উপধারায় সংশোধনও ১১(গ) উপধারা আপোষযোগ্য করার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপিত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনের সকল সংশোধনীর অনুমোদন দেয়া হয়। এর ফলে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারাগুলোয় সংশোধনী আনা হবে।

এসময় শার্শা উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »