জগন্নাথপুরে মোবাইল চুরির অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

Spread the love

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক দিনমুজরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ ওই যুবকের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার রাতে পুলিশ মামলা প্রধান আসামী জুনু মিয়াকে গ্রেফতার করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯ টার সময় ভূমিহীন হারুন মিয়ার ছেলে সুবেল মিয়া (২৪) কে জরুরী কথা বলার জন্য বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যায় অভিযুক্ত জুনু মিয়া, মিজান মিয়া, রাজন মিয়া, আল আমিন, কাজল মিয়া। তাকে জোর করে কাজল মিয়ার বাড়ির একটি রুমে আটক করে রড ও বৈদ্যুতিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় অভিযুক্তরা তাকে হাতে পায়ে বেধে মুখে কাপড় খুসে দিয়ে বৈদু্যূতিক শট দেয়। অভিযুক্ত ৫ জন তাকে আড়াই ঘন্টা যাবৎ পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আসামিকে আটক করেছে। বাকী আসামিদের গ্রেফতারের অভিযান চলেছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »