বাধ্য হয়ে প্রবাসীদের ফেরা বন্ধে তিন মন্ত্রণালয়কে নির্দেশনা

Spread the love

ক’রোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বি’ভিন্ন দেশ থেকে বাংলাদে’শি প্রবাসী শ্রমিক’দের যেন বাধ্য হয়ে দে’শে ফিরতে না হয়, সেজন্য তিন মন্ত্রণা’লয়কে পদক্ষেপ নিতে নির্দে’শনা দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রণা’লয় তিনটি হলো- পররাষ্ট্র মন্ত্র’ণালয়, স্বাস্থ্য ও পরি’বার কল্যাণ ম’ন্ত্রণালয় এবং প্রবাসী ক’ল্যাণ ও বৈদে’শিক কর্মসংস্থান মন্ত্র’ণালয়।

আ’জ সোমবার ভার্চু’য়াল মন্ত্রিসভার বৈঠকে এই নির্দে’শ দেয়া হয়। বৈঠক শে’ষে সচিবালয়ে প্রেস ব্রি’ফিংয়ে এ তথ্য জানান মন্ত্রি’পরিষদ সচিব খন্দকার আ’নোয়ারুল ইসলাম।

বেঠকে সভা’পতিত্ব করেন প্রধানমন্ত্রী শে’খ হাসিনা। বৈঠকে গণভ’বন থেকে  প্রধান’মন্ত্রী এবং মন্ত্রী ও প্রতি’মন্ত্রীরা সচিবা’লয় থেকে যুক্ত’ হন।

মন্ত্রি’পরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভা নির্দেশ’না দিয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বা’স্থ্য মন্ত্রণালয় এবং প্রবা’সী কল্যাণ মন্ত্রণা’লয়ের স’ঙ্গে সমন্বয় করে কীভাবে আরও বৈদে’শিক আয় বাড়ানো যায়; বি’দেশ থেকে আমা’দের শ্রমিকরা যেন ফে’রত না আসে- সে বিষয়ে শ’ক্তিশালী পদক্ষেপ নেয়ার বিষ’য়ে সচেষ্ট থাকার জ’ন্য নি’র্দেশনা দেয়া হ’য়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »