’বাংলাদেশে ৯বার বৈশিষ্ট্য বদল করেছে করোনা ভাইরাস’
দেশে প্রথমবার করোনার জীবন রহস্য উন্মোচন
মে ১২ ২০২০, ১৬:৫৬
																	দেশে প্রথমবার করোনার জীবন রহস্য উন্মোচন
করোনার জিনোম সিকোয়েন্স: দেশে প্রথমবার করোনার জীবন রহস্য উন্মোচন : বাংলাদেশে ৯বার বৈশিষ্ট্য বদল করেছে করোনা ভাইরাস। রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম আজ একটি বেসরকারী টেলিভিশনে স্বাক্ষাতকারে এটি নিশ্চিত করেন ।

বাংলাদেশে করোনাভাইরাসের জীবন রহস্য উন্মোচন বা জিনোম সিকোয়েন্স করতে সক্ষম হয়েছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। করোনাভাইরাসের জিনোম তথ্য জমা রাখার সবচেয়ে বড় ডেটাবেজ জার্মানি সংস্থা জিআইএসএইড-এ বাংলাদেশ থেকে করোনাভাইরাস এর প্রথম জিনোম সিকোয়েন্স তথ্যটি জমা দিয়েছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশান।
জানা গেছে, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিকোয়েন্সটি জমা দিয়েছেন সেজুঁতি সাহা। এই গবেষণায় তার সঙ্গী ছিলেন রলি মালাকার, সাইফুল ইসলাম সজীব, হাসানুজ্জামান, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, জাবেদ বি আহমেদ এবং মাকসুদ ইসলাম।
গবেষণায় জানা গেছে বাংলাদেশে ৯বার বৈশিষ্ট্য বদল করেছে ভাইরাসটি ।































































































