নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার (১২জুন) তার অবস্থা সংকটাপন্ন থেকে আরও বেশি সংকটাপন্ন হয়। রাতে হঠাৎ করে তার হার্টের কার্যকারিতা কমে যায়।
এর আগে গত ১ জুন করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ নাসিম ওই হাসপাতালে ভর্তি হন। করোনার নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তরের জন্য চিন্তা-ভাবনা করছিলেন। হঠাৎ করে গত ৫ জুন সকালে তিনি বড় ধরনের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচারের পর থেকেই তিনি গভীরভাবে অসচেতন রয়েছেন। তবে পরপর দুবার করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।
কয়েক দিন ধরে তার মৃত্যু নিয়ে গুঞ্জন চলছিলো । সর্বশেষ তাকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছিলো বলেও সংবাদ ছিলো ।
































































































