কোন দেশের কাছে কত পরমাণু অস্ত্র রয়েছে?

Spread the love

গোটা বিশ্বে এখন সা’মরিক শক্তির উৎস হিসেবে বিবেচনা ক’রা হয় মানব সভ্যতাকে ধং’স করে ফেলতে পারে এমন একটি অস্ত্রকে। বর্তমান পৃ’থিবীতে স্বাধীন দেশের সংখ্যা  অ’র্ধেকের বেশি দেশ ১৯৪টি। আ’র পরমাণু অস্ত্রের বিরেুদ্ধে অবস্থান নি’য়েছে ১২২২টি দেশ। তবুও এ অ’স্ত্রের নিয়ন্ত্রণ করতে পারা নিয়ে স’ন্দিহান জাতিসংঘ। সংস্থাটি ব’হুদিন ধরে চেষ্টা করে আসছে এই ধ্বং’সাত্মক অস্ত্র পুরোপুরি নি’শ্চিহ্ন করতে।

 

বিবিসির এক প্র’তিবেদনে বলা হয়, ১৯৮০-র দশ’কের মাঝামাঝি নাগাদ ৭০ হাজা’রের মত পারমা’ণবিক অস্ত্রের অস্তিত্ব সম্পর্কে জানা ছিল। কিন্তু এখ’নও প্রায় ১৪ হাজার পরমাণু অস্ত্র আছে ব’লে মনে করা হয়। আমেরিকা আর রাশিয়ার কা’ছে আছে সবচেয়ে বেশি পরমাণু অ’স্ত্র। এর পরে পরমাণু অ’স্ত্রের সম্ভারের তালিকায় স্থান ক্র’মান্বয়ে ফ্রান্স, চীন, ব্রিটেন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ার। ইসরায়েলের কাছেও পারমাণবিক অ’স্ত্র আছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, কিন্তু ইস’রায়েল এটা নিশ্চিতও করে না বা অস্বীকারও করে না।

বিবিসির প্রতি’বেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ৬ হাজার ৮শ’, রাশিয়া ৭ হা’জার, যুক্তরাজ্য ২১৫টি, ফ্রান্স ৩০০টি, চীন ২৭০টি, পাকিস্তান ১৪০টি, ভারত ১৩০টি, ইসরাইল ৮০টি, উত্তর কোরিয়ার কাছে ২০টি পরমাণু অস্ত্র র’য়েছে। এটি ২০১৭ সালে বিবি’সির করা একটি অনুসন্ধানে তথ্য। তবে ইসরাইল কখনোই নিজেদের প’রমাণু অস্ত্র সম্পর্কে কো’নো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি। তাই এটিকে আনুমানিক ধরে নে’য়া হয়েছে। এ তথ্য সং’গ্রহের পর সব দেশেই পরমাণু অস্ত্র বৃ’দ্ধি পেয়ে থাকতে পারে ব’লেও ধারনা করা হচ্ছে।

পা’রমাণবিক অস্ত্র-বিস্তার রোধ চু’ক্তি যেটি ১৯৭০ সালে ১৯০টি দেশ স’মর্থন করেছিল, তাতে স্বা’ক্ষরকারী দেশগুলোর ম’ধ্যে ছিল আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চী’ন। ওই স্বাক্ষরদানের মাধ্যমে ১৯০টি দে’শ প্রতিশ্রুতি দিয়েছিল তারা তাদের পা’রমাণবিক অস্ত্রের মজুত কমাবে এবং অ’ন্য দেশের পারমাণবিক অ’স্ত্র সংগ্রহও ওই চুক্তির অধীনে নিষিদ্ধ করা হয়েছিল।

ভারত, পা’কিস্তান এবং ইসরায়েল ওই চু’ক্তিতে সই করেনি। এবং উত্তর কোরিয়া ২০০৩ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। আমেরিকা, রাশিয়া এবং ব্রিটন তাদের অস্ত্রের সম্ভার ক’মিয়েছে। রাশিয়া এবং আ’মেরিকার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে শেষ যে চুক্তিগুলো হয়েছিল সেগুলোর মেয়াদ বৃদ্ধির চেষ্টা কর’ছে। এসব চুক্তির মে’য়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবার কথা।

২০১০ সালে তাদের ম’ধ্যে নতুন যে স্টার্ট অস্ত্র চুক্তি স্বাক্ষ’রিত হয়েছিল, তার আওতায় দুটি দে’শের প্রত্যেকে ১,৫৫০টির বেশি দূর পাল্লার পারমাণবিক অস্ত্র’ মুখ রাখতে পারবে না। তবে আ’মেরিকা সম্প্রতি আরেকটি চু’ক্তি থেকে বেরিয়ে গে’ছে যেটি ছিল মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র চু’ক্তি, যেটি দুই দেশ সই করেছিল শীতল যু’দ্ধের সময়। রাশিয়া ওই চুক্তি লং’ঘন করেছিল এই অ’ভিযোগ তুলে আমেরিকা সেই চু’ক্তি থেকে বে’রিয়ে যায়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »