কে এই ইতিহাস গড়া কমলা হ্যারিস?

Spread the love

যুক্ত’রাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নি’র্বাচিত হলেন কৃষ্ণাঙ্গ ক’মলা হ্যারিস। দেশ’টির ইতিহাসে প্রথমবারের মতো কো’নো নারী ভাইস প্রেসি’ডেন্ট হিসেবে হো’য়াইট হাউজে যাচ্ছেন। এর চে’য়েও বড় বিষয় তিনিই প্রথম ভা’রতীয় বংশোদ্ভূত যিনি এ পদে আ’সিন হলেন।

কমলা হ্যা’রিস। যুক্তরাষ্ট্রের নবনি’র্বাচিত ভাইস প্রেসিডেন্ট। জ’ন্ম ১৯৬৪ সালের ২০ অক্টো’বর যুক্তরাষ্ট্রের ওক’ল্যান্ডে। বাবা জ্যামা’ইকান ও মা ভারতীয়।

দীর্ঘ কর্ম’জীবনে অনেকগুলো প্রথমে’র জন্ম দিয়েছেন কম’লা। ১৯৯০ সালে ওকল্যা’ন্ডের ডেপুটি অ্যাটর্নি জে’নারেল হিসেবে যাত্রা শুরু হ’য় তার। ২০১০ সালে প্রথম নারী, প্রথ’ম কৃষ্ণাঙ্গ আ’মেরিকান হিসেবে ক্যালি’ফোর্নিয়ার অ্যাটর্নি জে’নারেল পদে জয়ী হন কমলা। ২০১৬ সালে ক্যা’লিফোর্নিয়ার সিনেটর নির্বা’চিত হয়ে পা রাখেন যুক্ত’রাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে। শু’রু হয় নতুন যাত্রা।

এরপর স্ব’প্ন দেখেন মার্কিন প্রেসিডেন্ট হ’ওয়ার। এরই অংশ হি’সেবে ২০১৯ সালেই মা’র্কিন নির্বাচনে প্রেসি’ডেন্ট প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন কমলা। ম’নোনয়ন লড়াইয়ের শুরুর দিকে একের পর এ’ক বক্তব্যে স’বার নজরেও আ’সেন তিনি।

তবে ডি’সেম্বরে মনোনয়ন দৌড় থে’কে নিজেকে প্রত্যাহার ক’রে নিয়ে বাইডে’নকে সমর্থন দেন ক’মলা। আগামী চার ব’ছর তাদের জুটি যুক্ত’রাষ্ট্রের নীতিতে কী কী পরি’বর্তন নিয়ে আসে সে’টিই এখন দেখার বিষ’য়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »