বেশীরভাগ ঈদের জামাতে মানা হয়নি সামাজিক দূরত্ব

ঈদের পরে করোনা পরিস্থিতি হবে ভয়াবহ !

Spread the love

যেখানে মাস্ক ও সামাজিক দূরুত্বের নেই কোনো গুরুত্ব ৷ ঈদের আগে বাড়ী ফেরা ও ঈদের জামাতে দেখা গেছে এমন দৃশ্য ছিল ৷ একটি ছবি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঈদের জামাতের মাঠ থেকে নেয়া হয়েছে ৷ যেখানে মাস্ক ও সামাজিক দূরুত্বের নেই কোনো গুরুত্ব ৷ গ্রামের প্রতিটি মাঠেই এমন দৃশ্য দেখা গেছে সচরাচর, অথচ দেশে প্রতিদিন প্রায় ১০ হাজার করোনা পরীক্ষায় ১৫’শ লোকের উপরে করোনা পজেটিভ, তার মানে হলো ১ লাখ লোকের মধ্যে ১৫ হাজারের বেশি লোক করোনা নিয়ে ঘুরছে ৷ আমরা জানি যে পরিমান লোক করোনা পরীক্ষা করার জন্য আবেদন জানায় তাদের সকলের করোনা পরীক্ষা করার সামর্থ দেশে নেই । দেশের সামর্থ অনুসারে করোনা পরীক্ষা হচ্ছে যা চাহিদার তুলনায় অনেক কম ।  যদি সম্ভব হতো যারা করোনা সন্দেহে টেস্ট করাতে চাচ্ছে তাদের সবার করোনা পরীক্ষা করা হয়েছে তাহলে প্রকৃত করোনা পজেটিভ সংখ্যাটি পাওয়া যেতো,  কিন্তু এখনো জানার উপায় নেই  যে, কোন লোকটি করোনা নিয়েই ঘুরছে । আশার কথা হলো দেশের অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় সে করোনা সম্পর্কে হয়তো বুঝতেই পারেনা সুস্থ হয়ে যাবে স্বাভাভিকভাবে । কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তো ঝামেলা ।

ঈদের পরে যদি আবেদন সংখ্যক করোনা সন্দেহের ব্যাক্তিকে পরীক্ষা করা যায় তাহলে প্রকৃত রুপ পাওয়া যাবে যা হতে পারে ভয়াবহ তার করন হলো ।

১. ঢাকা ও বিভাগীয় শহর থেকে সামাজিক দূরত্ব না মেনেই মানুষ গ্রামে ফিরেছে ।

২. ঢাকার ঝুঁকিপূর্ণ এলাকা ও নায়ারায়নগঞ্জের যারা এর আগে বাহিরে যেতে পারেনি ঈদের সুযোগে তারা স্থান ত্যাগ করেছে ।

৩. ঈদের জামাতে সামাজিক দূরত্ব না মেনে নামাজ আদায় করা হয়েছে ।

৪. ঈদের পরে আবার কর্মস্থলে ফেরার জন্য সামাজিক দূরত্ব ভেঙে পড়বে ।

৫.  করোনাকে পাত্তা না দেয়া । এর কারন হলো বেশি দিনে হয়ে যাওয়ায় অনেকই এখন বিষয়টিকে গুরুত্ব বা পাত্তা দিচ্ছেনা ।

এসব কারণে ঈদের পরে করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »