এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ

Spread the love

করোনা’ভাইরাসের কা’রণে স্থগিত হও’য়া এইচ’এসসি বা সম’মানের পরী’ক্ষা কবে হবে সে বি’ষয়ে আজ বুধবার সি’দ্ধান্ত জানাবে শি’ক্ষা মন্ত্র’ণালয়। এ নিয়ে বুধবা’র দুপুরে গণমা’ধ্যমকে অনলা’ইনে ব্রি’ফ করবেন শি’ক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রণা’লয়ের তথ্য ও জন’সংযোগ কর্মক’র্তা এম এ খা’য়ের মঙ্গলবার (৬ অক্টোবর’) রা’তে এ তথ্য নিশ্চি”ত করেন।

এম এ খা’য়ের প্রতিবেদককে জানান, ‘এইচএ’সসির রুটি’ন দেওয়া হবে’ ম’র্মে কি’ছু গণমা’ধ্যমে শিক্ষামন্ত্রীর বক্ত’ব্য প্রকা’শিত হয়েছে। প্রকৃত’পক্ষে এ’মন কথা শি’ক্ষামন্ত্রী বলেননি। এইচ’এসসি পরীক্ষা নিয়ে বি’স্তারিত গাইডলা’ইন দেয়ার কথা বলে’ছেন মন্ত্রী।

এর আ’গে গত ৩০ সেপ্টে’ম্বর শিক্ষাম’ন্ত্রী ডা. দীপু মনি সাংবাদি’কদের জানি’য়েছিলেন, অ’ন্তত চার সপ্তাহ সম’য় দিয়ে এ পরী’ক্ষা নেও’য়া হবে। করোনার কা’রণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ’ন্য’ অপশ’নের কথাও ব’লেন ম’ন্ত্রী।

প্রসঙ্গত, করো’নাভাইরাসের কার’ণে এইচএ’সসি ও স’মমান পরীক্ষা স্থগি’ত করা হয়েছে। গ’ত ১ এপ্রিল থে’কে এ পরী’ক্ষা অনুষ্ঠিত হওয়া’র কথা ছিল। সারা’দেশের প্রায় ১৪ লাখ শি’ক্ষার্থী এ পরীক্ষা’র অংশ নিতে অপে’ক্ষার প্রহর গু’নছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »