ফোনের আইএমইআই ও সিরিয়াল নম্বর যাচাই করবেন

সেপ্টেম্বর ২০ ২০২০, ২৩:১৭

Spread the love

প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা আইএমইআই নম্বর থাকে। এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে। আইএমইআই নম্বর দিয়ে মোবাইল নেটওয়ার্কে সুনির্দিষ্ট মোবাইলের অবস্থান চিহ্নিত করা যায়।

আইএমইআই (IMEI) এর পূর্ণরুপ হলো  ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রত্যেক মোবাইলে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাকে, যা কোনো মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে।

এই নম্বরের মাধ্য’মে চিহ্নিত করা হয় যে ফোন’টি কোন এলাকায় ব্যবহার করা যাবে এবং কোন ফ্যাক্ট’রিতে এটি তৈরি হয়েছে। সাধা’রণত হ্যান্ড’সেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আই’এম’ই’আই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয়। এ ছাড়া নতুন ফোন কেনার সময় ওই ফোনের আই’এম’ই’আই নম্বরের মাধ্য’মে জানা যেতে পারে যে ফোন’টি এর আগে কখনও ব্যবহার করা হয়েছে কিনা।

হ্যান্ড’সেটটি আসল কিনা এবং যেসব উপকরণ ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে তা যাচাই করার একটি পদ্ধতি রয়েছে।

আপনার ফোনে *#06# ডায়াল করলে আইএমইআই নম্বর দেখাবে।

এবার আইএমইআই.ইনফো ওয়েবসাইটে গিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি বসান এবং ‘চেক’ বাটনে চাপুন।

পরের পেজে আপনার ফো’নের মডেল নম্বর, কোন সালে তৈরি করা হয়েছে, ফোনে কী কী উপ’করণ রয়েছে এ স’ম্পর্কে বিস্তা’রিত তথ্য আসবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »