মিটার কিনে যদি ভাড়া দিতে হয়; আমার যায়গায় বসানো খাম্বার ভাড়া দিন

Spread the love

ঝলক নিউজ : ২৪ জুন ২০২০

গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে কথা সত্য কিন্তু স্বাক্ষী দুর্বল এ জন্য মামলা ডিসমিশ । নিজের টাকায় মিটার কিনে আবার মাসে মাসে তার ভাড়া দিতে হয় বিদ্যুৎ কোম্পানীগুলোকে তাই স্পষ্ট ভাষায় বলতে চাই । হয় মিটার ভাড়া মওকুফ করুন নয়তো আমাদের জমির ভাড়া দিন কারন জমির উপরে খাম্বা বসিয়েই তো ব্যবসা করছেন । নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের ওয়ালে লাগিয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে আমার জমিতে বিদ্যুতের খুঁটি ফ্রি থাকবে তার কারণ কি ?

গ্রাহক নিজের টাকায় বিদ্যুতের মিটার ক্রয় করার পরও যদি প্রতি মাসে মাসে মিটার ভাড়া দিতে হয়! তাহলে বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি পুতে লাইন টানিয়ে ফসলি জমি গুলো নষ্ট করে কোটি কোটি টাকার ব্যবসা করার পরও আমাদের জমির ভাড়া দিবে না কেনো? এরকম একটি ক্ষোভ প্রকাশ করেছেন এক গ্রাহক ।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মিটার ভাড়া না নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মরক লিপি দিলেও কোন কাজে না আসায় এরকম ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »