যশোরের বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ আটক-২
ডিসেম্বর ১৬ ২০২০, ০১:০৭
মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক। আটককৃত আসামীরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আজিজুর রহমানের পুত্র আলমগীর হোসেন (২৭) ও ভবের বেড় গ্রামের প্রিন্স সুজনের স্ত্রী মুন্নী বেগম (৩১)।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই শফি আহম্মেল রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বেনাপোল পোর্ট থানাধীন দুইটি স্থান থেকে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত আসামীদের নামে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।




























































































