সিদ্ধিরগঞ্জে দেয়াল চাপা পড়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু
অক্টোবর ০৯ ২০২০, ০২:৩৬

নারায়ণগ’ঞ্জের সিদ্ধিরগঞ্জে দে’য়াল চাপা পড়ে এ’ক নারী পোশা’ক শ্রমিকের মৃ’ত্যু হয়েছে। মৃত পো’শাক শ্র’মিকের নাম না’র্গিস আক্তার (৩৫)। বৃহ’স্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় সি’দ্ধিরগঞ্জের পুল এলাকা’য় এ ঘটনা’টি ঘটে। খব’র পেয়ে পু’লিস লাশ উদ্ধা’র করে ময়’না তদন্তের জন্য না’রায়ণগঞ্জ মর্গে প্রের’ণ করেছে। নিহ’ত নার্গিস আ’ক্তার আদ’মজী ইপিজে’ডস্থ প্রগ্রেস গার্মে’ন্টের সুইং অপারেটর হি’তে কর্মরত ছিলেন। এস’ময় রানা (১৫) নামে ঐ নারী’র ছেলেও আহ’ত হয়েছে।
এলাকা’বাসী জানায়, সর’কারি জমির উপর আ’ব্দুল আজিজ মাদব’র নামে এক ব্য’ক্তি ভবন (দোকা’ন) নি’র্মাণ করে ভা’ড়া দিয়ে আস’ছিল। সম্প্রতি ঐ দো’কানের পাশ দি’য়ে সিটি করপোরে’শনের ড্রেন উন্ন’য়নের জন্য কিছু অং’শ ভেঙ্গ কা’জ করছিল। ঐ ভা’ঙ্গা ভবনের নি’চেই এক ব্যক্তি মো’বাইল লোডের দোকান পরি’চালনা করে আস’ছিল। ঐ দোকা’নে নার্গিস আ’ক্তার তার মোবা’ইলে লোড করার জ’ন্য আসলে হঠাৎ করে’ দেয়াল চাপা পড়লে ঘট’নাস্থলেই তার মৃত্যু’ হয়। এসম’য় রানা নামে’ ঐ না’রীর ছে’লেও আহ’ত হয়।
সিদ্ধির’গঞ্জ থানার এসআই ফা’রুক জানান, দেয়াল চা’পা পড়ে নার্গিস আক্তা’র নামের এক পো’শাক শ্রমিকের মৃ’ত্যু হয়েছে। খবর পেয়ে আম’রা লাশ উদ্ধার করে ময়’না তদন্তের জন্য নারায়’ণগঞ্জ মর্গে প্রেরণ করে’ছি। এ ঘটনায় মামলা’র প্রস্তুতি চল’ছে।