যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩
অক্টোবর ২২ ২০২০, ০৪:৪১
মার্কিন যু’ক্তরাষ্ট্রের হিউস্টন শহরের একটি নাইটক্লাবে অ’জ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে ক’মপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গুলি’তে জখম একজনের অ’বস্থা আশঙ্কাজনক। ঘটনার কয়েক ঘ’ণ্টা পরেও হামলাকারীদের শনা’ক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার স’ময় কমপক্ষে ৩০ জন ছিলেন ওই নৈশক্লাবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্দু’কবাজদের খোঁজে শহরে জো’রদার তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গ’লবার স্থানীয় সময় রাত পৌন ১০টা না’গাদ হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা হয়। হিউস্টন পুলিশের কম্যান্ডার ক্যা’রোলেটা জনসন জানান, নৈশ’ক্লাবের শুটিংয়ে এ পর্যন্ত তিন জন মারা গিয়েছেন। চতু’র্থ জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলি’শের ধারণা, কমপক্ষে ২ জন বন্দু’কবাজ ছিল। তবে, হামলা’কারীদের সম্পর্কে বিশদ ত’থ্য এখনও পুলিশের কা’ছে নেই।
ঘটনার সম’য় ওই নৈশক্লাবে থাকা কেড ট্রামে’ল নামে এক ব্যক্তি সংবাদ সং’স্থার কাছে দাবি করেন, তিনি ও তার ব’ন্ধু প্রাণ হাত করে না’ইটক্লাব থেকে পালিয়ে আ’সার আগে পর্যন্ত ৭ থেকে ১০টি গুলির শব্দ শু’নেছেন। ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‘গু’লি চলার সময় মেঝেতে প’ড়ে গিয়ে কোনওরকমে নিজেদের রক্ষা করি। তার পর, পড়ি’মরি আমরা দুই বন্ধু নাইটক্লাব থেকে পা’লিয়ে আসি।’ এই যুবক এক’জন লোকাল হিপহপ শিল্পী।
বছর কুড়ির ট্রামে’লের কথায়, ‘গুলির শব্দে ক্লা’বের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নি’জের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞা’নশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে আ’মরাও দৌড় দিই। যত দ্রুত সম্ভব না’ইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চে’ষ্টা করেছিলাম।’
২০১৭ সা’লের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিং’য়ের চার্চে বন্দুক হামলায় ২৬ জ’ন নি’হত হওয়ার পর মার্কিন প্রে’সিডেন্টে ডোনাল্ড ট্রাম্প এক প্র’তিক্রিয়ায় জানিয়েছিলেন, বিশ্বের অন্য ‘আরও দেশের মতো আমেরিকাতেও মান’সিক অবসাদগ্রস্তের সংখ্যা বা’ড়ছে। ট্রাম্পের এই মন্তব্য ঘি’রে সে সময় বিস্তর সমালো’চনা হয়েছিল।
সূত্র: এবিসি নিউজ




























































































