গীতিকার ও সুরকার মোঃ জহিরুল ইসলাম

তুমি চলে যাবে আমি জানতাম লিরিক্স

জানুয়ারি ১৩ ২০২৬, ০৯:৫৬

Spread the love

তুমি চলে যাবে আমি জানতাম


তুমি চলে যাবে আমি জানতাম,
তবু কেন যে মন মানে না
চোখের ভাষায় বলোনি কিছু,
নীরবতাই ছিল তোমার চেনা।

হাসির আড়ালে জমে ছিল বিদায়,
আমি দেখেও দেখিনি
ভিড়ের মাঝে একা হয়ে যাওয়া,
সেই গল্পটা বুঝিনি।একসাথে বসে বলা না বলা,
অসংখ্য কথার ঋণ
আজ নিঃশব্দ ঘরে ঘুরে ফিরে,
সবাই শুধু স্মৃতির দিন।

তুমি বলেছিলে “থাকবো পাশে”,
সময়টা মিথ্যে হলো
ক্যালেন্ডারের পাতায় পাতায়,
তোমার নামই শুধু রইলো।

কিছু মানুষ আসে জীবন জুড়ে,
থাকে না সময়ের শেষ পর্যন্ত
তবু তাদের ছায়া পড়ে থাকে,
মন নামের প্রতিটি অন্ধকারে, প্রতিটি প্রান্তে।

গানোর কথা, সুর ও শিল্পী: মোঃ জহিরুল ইসলাম

মো: জহিরুল ইসলামের বাউল গান

https://www.youtube.com/watch?v=KY9ZFJoF1_w&list=RDKY9ZFJoF1_w&index=1



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »