রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চায় এনডিএম !

Spread the love

আজকের ঝলক :

রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চায় এনডিএম 

লায়ন নূরুজ্জামান হীরা : স্বাধীন বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন মহান নেতারা, একটি স্বাধীন ভূখণ্ড পেলেও সে স্বপ্ন থেকে আমরা আজ অনেক দূরে। একজন সচেতন তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে এমন রাষ্ট্র কখনো আমাদের প্রত্যাশা নয়, যে রাষ্ট্রে গণতন্ত্রের নামে রাতের বেলায় ভোট হয়ে যায়, অবৈধ সংসদ ঘোষণা করে সেই সংসদে আবার শপথ নেয়, যে রাষ্ট্রে মত প্রকাশ করার স্বাধীনতা পর্যন্ত নেই, কিছু ক্ষেত্রে মত প্রকাশ করলেও দেশদ্রোহী কিংবা নিরাপত্তা আইনে মামলায় জেল খাটতে হয়, যে রাষ্ট্রে একটা জলজ্যান্ত মানুষ গুম হয়ে যায় কখনো ফিরে আসে না, যে রাষ্ট্রের সকল রাষ্ট্রযন্ত্র অকার্যকর প্রায়,যে রাষ্ট্রে বৃদ্ধ নারী থেকে শুরু করে শিশু পর্যন্ত বিভৎস নির্যাতনের শিকার হয়,যে রাষ্ট্রের রাজধানীর অপরিকল্পিত নগরায়নে রূপান্তরিত হয়েছে, যে রাষ্ট্রে পুলিশি হেফাজতে নির্যাতনে মৃত্যু হয়, যে রাষ্ট্রের তরুণ-যুবকরা শিক্ষিত হয় অথচ বেকারত্বের কারনে আত্মহত্যা করে, যে রাষ্ট্রের শিশুখাদ্য থেকে শুরু করে সকল খাদ্যদ্রব্যে ফরমালিনের আতঙ্ক, যে রাষ্ট্রে বায়ুদূষণে পৃথিবীর সর্বোচ্চ মাত্রায় স্পর্শ করেছে, যে রাষ্ট্রে দু’মুঠো খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়, যে রাষ্ট্রে স্বাস্থ্যখাতের বেহাল দশায় লক্ষ প্রাণ কেড়ে নেয়।

আজকের যুব সমাজ,সচেতন মহল, ছাত্র, কৃষক, দিনমজুর সবার কাছে প্রশ্ন এটা কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা? ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল এমন একটি রাষ্ট্রের জন্য? স্বাধীনতার ৪৯ বছর বয়সে এ ধরনের প্রশ্ন নেহাত অবান্তর!! একটি ঘরের বিভিন্ন যন্ত্রাংশে যখন ঘুনে ধরে তখন এই ঘরটিকে অতি দ্রুত মেরামতের প্রয়োজন হয়,না হয় এই ঘর মাথার উপর ভেঙ্গে পড়ে অনেকে মৃত্যুর কারণ হতে পারে। ঠিক আজকে রাষ্ট্রব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র,সমাজ,দেশ সবকিছুতেই ঘুনে ধরেছে এবং অতি দ্রুত মেরামতের প্রয়োজন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ধর্ম, বর্ণ,জাতি, নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঘুনে ধরা সমাজ ও রাষ্ট্রকে পূর্ণাঙ্গ মেরামতের দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে জননেতা ববি হাজ্জাজ ‘র নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »