স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দল বেঁধে ধ’র্ষণ
নভেম্বর ২২ ২০২০, ২১:৩৮
মাগুরায় স্বা’মীর সাথে ধান টানার কাজ করতে গিয়ে সং’ঘবদ্ধ ধ’র্ষণের শিকার হয়েছেন এক গৃ’হবধূ। এ ঘটনায় মাগুরা সদর থানায় মা’মলা করেছে ভুক্তভোগী।
গৃহবধূর স্বা’মী বলেন, প্রতিবারের মতো এবার মাঠ থেকে ধান টেনে’ (ক্ষেত থেকে পরিবহন করে বা’ড়িতে নেয়া) দিতে ঝিনাইদহের শৈলকূপা থে’কে ঘোড়ার গাড়ি নিয়ে মাগুরা সদরের বিভিন্ন মা’ঠে যাই। সঙ্গে তার স্ত্রীও ছি’লেন। শনিবার সদরের জগদাল এলাকায় ধান টানার প’রে রাতে স্থানীয় একটি ইট ভাটার পাশে তাঁবু টানি’য়ে ছিলেন। সেখা’নে হঠাৎ ৫/৭ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্রের মুখে জি’ম্মি করে তার স্ত্রীকে জোর করে ধরে পাশের মে’ঠো রাস্তার ওপর নি’য়ে পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জা’নিয়েছে, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মা’মলা করেছেন গৃহবধূ। পু’লিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফ’তারের চেষ্টা চলছে।
মাগুরা সদর থানা ভা’রপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ জয়নাল আ’বেদিন জানান, রোববার সকালে সকালে স’দর থানায় ভুক্তভোগী গৃহবধূ একটি ধ’র্ষণের মামলা করেছেন। আমরা ঘটনাস্থলে পু’লিশ পাঠিয়ে তদন্তের কাজ শুরু করে দি’য়েছি। আ’শা করি আমরা দোষীদের গ্রেফতার করে আ’ইনের আওতায় আনতে পারবো।