দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা
নভেম্বর ১৯ ২০২০, ০৩:৫২

দক্ষিণ আ’ফ্রিকায় দুই বাংলাদেশিকে ডে’কে নিয়ে গুলি করে হত্যা করে’ছে সন্ত্রাসীরা। ঘট’নায় আরও এক বাংলাদেশি গুরু’তর আহত হয়েছেন। মঙ্গ’লবার (১৮ নভেম্বর) স্থা’নীয় সময় রাত নয়টায় দে’শটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফি’কিং শহরের অদুরে মারে’সানি এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকা’শে অনিচ্ছুক এক বাংলাদেশি বলেন, দক্ষিণ আ’ফ্রিকায় নিজেদের ব্যবসায় বাণিজ্য স’ম্প্রসারণে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বাং’লাদেশিরা। এতে করে সেখানে সন্ত্রাসী’দের ভাড়া করে প্রতিপক্ষের উপর হাম’লার ঘটনা বাড়ছে।
নিহতরা হলেন, ইম’ন আহমেদ ও আব্দুর রহমান। তাদের দে’শের বাড়ি নারায়ণগঞ্জের রূ’পগঞ্জে। একই ঘটনায় গু’রুতর আহত অবস্থায় রুবেল হো’সেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দে’য়া হচ্ছে। নিহতদের লাশ স্থা’নীয় একটি হাসপাতালের ম’র্গে রাখা হয়েছে।
স্থানীয় বাংলা’দেশিরা জানান, দীর্ঘদিন ধরে বাংলা’দেশি দু’পক্ষের মধ্যে ব্যবসায়ীক দ্ব’ন্দ্ব চলে আসছিল। এটিকে কে’ন্দ্র করে আগেও কয়েক দফা’য় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। ও’ই ঘটনার জেরেই কৃষ্ণাঙ্গ’ সন্ত্রা’সীদের ভাড়া করে এ হ’ত্যাকাণ্ড ঘটানো হয়ে থা’কতে পারে।