জলাবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগনের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা বিষয়ক সংলাপ।

Spread the love
সাহিদুর রহমানঃ-
আজ ০৪ নভেম্বর ২০২০ রোজ বুধবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় ” জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগনের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সকরকারি প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ প্রকল্প” জলাবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগনের  অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট  সোসাইটি   তজুমদ্দিন উপজেলা শাখা এ প্রকল্প অনুষ্ঠান বাস্তবায়ন করেন।
ভোলা জেলায় তজুমদ্দিন উপজেলায় প্রায় ৯০% জনগন পারিবারিক ভাবে পশু- পাখি পালন থেকে শুরু করে নানান ভাবে কৃষি কাজে সম্পৃক্ত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারনে এখানে প্রানী, পশুপালন সহ নানান ভাবে ক্ষতিগ্রস্তের শিকার।জলবায়ু পরিবর্তনে পারিবারিক অভিযোজন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে । আবার কৃষি, প্রানি ও পশু পালন ভিত্তিক অভিযোজন কার্যক্রম শক্তিশালী করার লক্ষে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তর যথাযথ ভাবে ভুমিকা পারল করে।এই এলাকায় পুরুষের তুলনায় নারীদের ভুমিকা একবারে নেই বললেই চলে ।ফলে নানানরকম বৈষম্যের শিকার হতে হয়।এদিকে সুশীল সমাজ ও প্রকল্প বাস্তবায়ন টিম মনে করে যে, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী দপ্তরের কাজের আন্তরিক সম্বন্বয়ে  এ সমস্যা সমাধান করা সম্ভব।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রসাশক মাসুদ আলম সিদ্দিক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে অনেক গাছ-পালা, ফসল নষ্ট হয়,নদী ভাঙ্গন বেড়ে যায়। এজন্য আমরা জলবায়ু সহনশীল ফসল ও কৃষি ভিত্তিক, পশু এবং অন্যান্য তথ্য সেবা শক্তিশালী  করতে হবে। তিনি আরো বলেন, ভোলা জেলায় অসহায় মানুষ যাদের  জমিও নেই ঘরও নেই এমন মানুষের সংখ্যা ৮ হাজার ৮ শত ৮২ জন। জলবায়ু পরিবর্তনের ফলে এদের জমিও বসত ভিটা নদী ভেঙে কূলহীন হয়ে গেছে। এদের জন্য শতাংশ জমির মধ্যে ঘর তৈরি করে দেয়া হবে।এছাড়া আরো অনেক উপস্থিত ব্যক্তবর্গ বক্তব্য রাখেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,রাহাত মিয়া,এও,সিডিএস-সিসিএ প্রকল্প,জাহানারা বেগম স্বপ্না,পরিচালক সিডিএস,রিপন সমাদ্দার,পিও,সিডিএস সিসিএ প্রকল্প,রাহাত হোসেন প্রতিনিধি, সুশীল সমাজ, বাসুদেব গুহ,পিসি,সিডিএস-সিসিএ প্রকপল্প, তজুমদ্দিন উপজেলা কৃষি সদস্যরা ও সাংবাদিক বৃন্দ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »