আলুশূন্য বরিশালের খুচরা ও পাইকারি বাজার

Spread the love

সরকার নির্ধারিত মূ’ল্যের চেয়ে অতিরিক্ত দামের ক্রয় ও ভ্রাম্যমাণ আ’দালতের অভিযানের ভয় আলু বিক্রি বন্ধ করে দিয়েছে বরিশালে পাইকারি ও খু’চরা দোকানদার। ফলে গত তিন দিন ধরে বরি’শালের পাইকারি ও খুচরা দোকা’নগুলো আলুশূন্য হয়ে পরেছে।

পাই’কারি আলু বিক্রেতাদের দাবি অতিরিক্ত দামে আ’লু কিনে সরকার নির্ধারিত মূ’ল্যে বিক্রি করতে গে’লে লোকসানের মুখে পরতে হবে। আর খুচরা দো’কানিদের দাবি অতিরিক্ত মূল্যে’ আলু কিনলেও আড়ৎ থেকে দেওয়া ক্রয় চা’লানে সরকার নির্ধারিত মূল্য লেখা থাকে। তাই ভ্রা’ম্যামাণ আদালতের অভিযানে খুচরা বিক্রেতা’দের জেল-জরিমানা হওয়ার ভ’য়ে আলু বিক্রি বন্ধ করে দি’য়েছে।

খোঁ’জ নিয়ে জানা যায়, সরকার খুচরা বাজারে স’র্বোচ্চ ৩৫ টাকা আর পাইকারি বা’জারে ৩০ টাকা দামে আলু বিক্রয়ের জন্য নির্ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আ’ড়তদাররা কেজিপ্রতি ৩২ থেকে ৩৪ টাকায় আ’লু সংগ্রহ করে পরিবহন খরচ শেষে কে’জিপ্রতি আলুর দাম দাড়ায় ৩৬ থেকে ৩৭ টা’কায়। আড়ৎদারদের সরকার ‘নির্ধা’রিত মূল্যের চেয়ে যা  ৬ থেকে ৭ টাকা বেশি। বে’শি দামে কিনে সরকারি নি’র্ধারিত মূল্যে আলু বিক্রি করতে গে’লে লাখ লাখ টাকা লোকসান গুন’তে হবে। এ অবস্থায় পা’ইকারি বিক্রেতারা আড়তে আ’লু বিক্রি বন্ধ করে দিয়েছে।

অপর দিকে খু’চরা বিক্রেতারা দাবি, পা’ইকারি বাজার থেকে ৪০ টাকা দরে আলু কে’না হলেও আড়তের দেওয়া চালানে ৩০ টাকা উল্লেখ থাকে। চালালে উল্লেখিত দামের চে’য়ে অতিরিক্ত দামে ভোক্তা পর্যায়ের আলু বি’ক্রির করলে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানার শিকার হতে হবে। জেল জ’রিমানার হাত থেকে রেহাই পেতে গত তিন দি’ন ধরে খুচরা বিক্রেতারা দো’কানে আলু বিক্রি বন্ধ রেখে’ছে।

নগ’রীর বাজার রোডস্থ বড় বাজারের মুদি দো’কানি মো. কাওসার হোসেন বলেন, সর’কার খুচরা বাজারে আলু বিক্রির জন্য ৩৫ টাকা নির্ধারণ করছে। আড়ৎ থেকে প্রতি কে’জি আলু পাইকারি কিনতে হয় কম’পক্ষে ৪০ টাকা দামে। কিন্তু আ’ড়তের দেওয়া ক্রয় চালালে উল্লেখ থাকে ৩০ টাকা। ভ্রাম্য’মাণ আদালতের অভিযানের সময়ে চালা’নে উল্লেখিত দামের চেয়ে বে’শি দামে আলু বিক্রি করলে জে’ল-জরিমানা গুনতে হ’ খুচরা ব্যাসায়ীদের। তাই বরি’শালের খুচরা ব্যবসায়ীরা আলু বিক্রি বন্ধ রে’খেছে। বাজার স্বাভাবিক না হ’ওয়া পর্যন্ত খুচরা ব্যবসায়ীরা আ’লু বিক্রি বন্ধ রাখবে।

পেঁয়াজ পট্টি আড়তদার মালিক সমিতির ‘সাধারণ সম্পাদক দুলাল মো’ল্লা জানান, প্রতি’দিন’ হাজার হাজার কেজি আলু দেশের বিভিন্ন স্থান থেকে ক্রয় ক’রেন বরিশালের পাইকারি আড়ত’দাররা। তবে বেশি দামে আলু কি’নে সরকার নির্ধারিত মূল্যে তা বিক্রি সম্ভব হচ্ছে না। যে কার’ণে আলু ক্রয় বন্ধ রয়েছে।

বরিশাল জে’লা প্রশাসক এস এম অজিয়র র’হমান বলেন, আমরা ধারণা কর’ছি মজুদদাররা আলু মজুদ ক’রে রাখছে অতিরিক্ত মুনাফার জন্য। আশা ক’রছি দুই থেকে চার দিনের মধ্যে এর সমাধা’ন হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »