সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Spread the love

দেশে করোনার প্রা’দুর্ভাব না কমলেও আগের মতো স’রাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বি’শ্ববিদ্যালয় (চবি)। বিষয়টি নিশ্চিত ক’রেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অ’নুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।

রোববার (২৫ অক্টোবর) বি’কেলে ডিনস কমিটির সভায় স্না’তক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সি’দ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ক’র্তৃপক্ষ।

জানা গেছে, গতবার ছিল ১২০ নম্বরের প’রীক্ষা। যার ১০০ নম্বর নৈ’র্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যো’গ হয় এসএসসি ও এইচএসসি প’রীক্ষায় প্রাপ্ত জিপিএ থে’কে। তবে এবার ১০০ ন’ম্বরের পরীক্ষা নে’ওয়া হবে।

এ বিষয়ে ডি’ন নাসিম হাসান বলেন, করোনার প্রা’দুর্ভাব না কমলেও ভর্তি প’রীক্ষা হবে। শি’ক্ষার্থীরা সরাসরি এসে প’রীক্ষায় অংশগ্রহণ ক’রবেন। এবারও ১০০ নম্বরের নৈ’র্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অ’বশ্য বাকি ২০ নম্বর কীভাবে যু’ক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কো’থায় হবে—এসব বিষয়ে ভ’র্তি পরীক্ষা কমিটির সভায় সি’দ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ঢা’কা বিশ্ববিদ্যালয়ও সরাসরি ভর্তি প’রীক্ষা নেওয়ার কথা জা’নিয়েছিল।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »