চাঁদপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

Spread the love

ঐতি’হ্য, বাণিজ্য ও পর্যট’ননির্ভর নান্দনিক চাঁদ’পুর পৌরসভা গড়া’র পথচলায় নৌ’কা প্রতীকের নি’র্বাচনী ইশতেহার ঘো’ষণা করা হয়েছে। বৃহ’স্পতিবার বিকালে চাঁ’দপুর শহরের নতু’নবাজারস্থ আও’য়ামী লীগ মনো’নীত প্রা’র্থী অ্যাড’ভোকেট

মো. জিল্লুর র’হমান জুয়ে’লের নির্বাচনী কা’র্যালয়ে সাংবাদিকদের উপ’স্থিতিতে নির্বাচনী ই’শতেহার ঘোষ’ণা করেন।

জে’লা আওয়ামী লীগের সহ-সভা’পতি ডা. জে আর ওয়াদুদ টিপু’র সভাপতিত্বে নির্বা’চনী ইশতে’হার পাঠ করে’ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়া’মী লীগের মেয়র প্রা’র্থী অ্যাডভোকেট মো. জি’ল্লুর রহমান জুয়েল। ‘

তিনি বিভি’ন্ন প্রসঙ্গ তুলে ধ’রে বলেন, আমার নি’র্বাচনী কা’র্যক্রমে অনেক স্থা’নেই আমার ব্যানার পেস্টু’ন ছিড়ে ফেলা’ হয়ে’ছে। তারপরও আমি নি’র্বাচনী কার্যক্রম সুষ্ঠু রা’খতে কিছুই বলিনি। বরং আ’মি নির্বাচনী কাজে বি’এনপি কার্যালয়সহ বিভিন্ন স্থান থেকে আ’মার ব্যানার পেস্টুন নামি’য়ে ফেলেছি। আমি সর্বদা চেয়েছি চাঁদ”পুর পৌরসভা নির্বাচন একটি স্ব’তঃস্ফূর্ত অংশগ্রহণ। চাঁদপু’র পৌরসভা নির্বাচনে কোনোরূপ সহিং’সতা ঘটেনি। আমি সবসময় সকল”কে সহযোগিতা করার চেষ্টা করেছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি চাঁদপুর পৌ’রসভা নির্বাচনে শতভাগ বিজয়ী হবো আশা’বাদী।

তিনি আ’রও বলেন, চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্র’তিকৃতি ম্যুরাল তৈরি করা হয়েছে, যা সা”রাদেশের মধ্যে অন্যতম। নতুন ক’রে মনে হয়না আর বঙ্গবন্ধুর ম্যু’রাল করা লাগবে। চাঁদপুর পৌরসভায় আধুনি”ক ডাম্পিং ও বর্জ ব্যবস্থা করা হবে। ইশতে’হার মানে এই নয় যে, ইশ’তেহার বাইরে কোনো কাজ করা যা’বে না। আমি ইশতেহা’রের বাইরেও ব্যাপক কা’জ করবো। বর্তমানে চাঁদপুর পৌরস’ভায় ২৫ কোটি টাকা বিদ্যুৎ বিল ঋণ এবং কর্মচারীদের ক’য়েক মাসের বেতন বকেয়া রয়েছে। এর ম’ধ্যে পৌ’রসভার দায়িত্ব পালন করা’টা কঠিন। তারপরও আমি নি’র্বাচিত হলে চাঁদপুর পৌর’সভা হবে একটি আত্ম’নির্ভরশীল উন্নয়নশীল পৌরসভা।

শুরু’তে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জে’লা আওয়ামী লীগের সাধা’রণ সম্পাদক আবু নাঈম পাটও’য়ারী দুলাল ও সহ-সভাপতি ইউসুফ গা’জী। সাংবাদিকদের মধ্যে’ বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাব ভার’প্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধা’রণ সম্পাদক এ এইচ আহ’সান উল্লাহ, সাবেক সভাপ’তি গোলাম কিবরিয়া জীবন, কা’জী শাহাদাত, টেলিভিশন সাং’বাদিক ফোরামের সভা’পতি আল ইম’রান শোভন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »