দেশে ডেঙ্গু আক্রান্ত ৮ জন, মৃত্যু ১

Spread the love

গত ২৪ ঘণ্টা’য় ঢাকার ৪১টি সর’কারি ও বেসরকারি হাসপা’তালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন রোগী হাসপা’তালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাস’পাতালে সাতজন এবং খুলনা বিভাগে একজন রোগী হাসপাতা’লে ভর্তি রয়েছেন। অন্য’দিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদ’প্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে’ন আটজন রোগী।

অন্যদিকে, রোগ’তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সি’টিটিউটে (আইইডি’সিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দে’হে দুইজনে’র তথ্য পাঠানো হয়। আ’ইইডিসিআর তথ্য বিশ্লে’ষণ করে এদের মধ্যে একজ’নের মৃত্যু ডেঙ্গুজ’নিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে।

এ বছরের ১ জানু’য়ারি থেকে ৩ অক্টোবার পর্যন্ত সারা দে’শে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাস’পাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন। এদের মধ্যে ছাড়’পত্র নিয়েছেন ৪৬০ জন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »