দেশে প্রতিদিন গড়ে ৩ জন নারী ধর্ষণের শিকার

Spread the love

দেশে গত ৯ মাসে ধ*র্ষ ণের শিকার হয়েছেন ৯৭৫ জন নারী। যা গড়ে প্রতিদিন দাঁড়ায় ৩ জনেরও বেশি। এর মধ্যে গণধ*র্ষ ণের শিকার হয়েছেন ২০৮ নারী। এছাড়া ধ*র্ষ ণের পর হ’ত্যার শিকার হয়েছেন ৪৩ জন। আর আত্মহ’ত্যা করেছেন ১২ নারী।বৃহস্পতিবার (০১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংগঠনটি আরো জানায়, গত ৯ মাসে যৌ’ন হয়’রানির শিকার হয়েছেন ১৬১ নারী। এর মধ্যে যৌ’ন হয়রানরি কারণে ১২ নারী আত্মহ’ত্যা করেছেন। আর যৌ’ন হয়’রানির প্রতিবাদ করতে গিয়ে ৩ নারী এবং ৯ পুরুষ নি’হত হয়েছেন।

আসক জানায়, এ সময়কালে দেশে যৌ’ন হয়’রানি ও সহিং’সতা, ধ*র্ষ ণ ও হ’ত্যা, পারিবারিক নি’র্যাতন, যৌতুকের জন্য নি’র্যাতন, গৃহকর্মী নি’র্যাতন, এসিড নিক্ষেপসহ নারী নি’র্যাতনের অনেক ঘটনা ঘটেছে।

আসক আরো জানায়, গত ৯ মাসে পারিবারিক নি’র্যাতনের শিকার হয়েছেন ৪৩২ নারী। এর মধ্যে হ’ত্যার শিকার হন ২৭৯ নারী এবং পারিবারিক নি’র্যাতনের কারণে আত্মহ’ত্যা করেছেন ৭৪ নারী। যৌতুককে কেন্দ্র করে নি’র্যাতনের শিকার হয়েছেন মোট ১৬৮ নারী। এর মধ্যে যৌতুকের কারণে শারীরিক নি’র্যাতনের শিকার হয়েছেন ৭৩ জন। যৌতুকের জন্য শারীরিক নি’র্যাতন করে হ’ত্যা করা হয়েছে ৬৬ জনকে এবং নি’র্যাতনের শিকার হয়ে আত্মহ’ত্যা করেছেন ১৭ জন নারী।

এছাড়া স্বামীর গৃহ থেকে বিতাড়িত হয়েছেন ১২ নারী। এ সময়ের মধ্যে ১১ জন গৃহকর্মী হ’ত্যার শিকার হন এবং ৩২ জন গৃহকর্মী বিভিন্ন ধরণের নি’র্যাতনের শিকার হয়েছেন। এছাড়া ধ*র্ষ ণের শিকার হয়েছেন ৪ জন এবং আত্মহ’ত্যা করেছেন ২ জন। এছাড়া এ সময়কালে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ২১ নারী। শি’শু নি’র্যাতন ও হ’ত্যার গত ৯ মাসের পরিসংখ্যানও অ’ত্যন্ত উদ্বেগজনক। এ সময়কালে ১০৭৮ শি’শু শারীরিক নি’র্যাতনসহ নানা সহিং’সতার শিকারসহ হ’ত্যার শিকার হয়েছে ৪৪৫ শি’শু। এছাড়া ৬২৭ শি’শু ধ*র্ষ ণ ও ২০টি বলাৎকারের ঘটনা ঘটেছে।

বিচার বহির্ভুত হ’ত্যাকা’ণ্ড ও হেফাজতে মৃ’ত্যুর অ’ভিযোগ নিয়ে আসক জানায়, গত ৯ মাসে প্রধান প্রধান জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও তথাকথিত ‘ক্রসফায়ারে’ মোট ২১৬ জন মা’রা গেছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে নি’হত হন ১৮৫ জন। এ সময়কালে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মা’রা যান ২৭ জন। এই ৯ মাসে দেশের কারাগারগুলোতে অ’সুস্থতাসহ বিভিন্ন কারণে মা’রা যান ৫৮ জন। এর মধ্যে কয়েদি ২৪ জন এবং হাজতি ৩৪ জন। গত ৯ মাসে দেশের জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অ’পহ’রণ ও গু’মের শিকার হন ৪ জন। এর মধ্যে পরবর্তী সময়ে ৩ জনকে গেপ্তার দেখানো হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১ জন।
এ সময়কালে গণপি’টুনির ঘটনায় মা’রা গেছেন মোট ৩০ জন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »