মিন্নির মৃত্যুদণ্ড না হলেও যেন যাবজ্জীবন হয় : রিফাতের বাবা

সেপ্টেম্বর ৩০ ২০২০, ১৪:৪৬

Spread the love

বরগুনার আ’লোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলার প্রাপ্তবয়স্ক ১০ আ’সামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন আ’দালত। এরই মধ্যে এ মা’মলার একমাত্র জামিনপ্রাপ্ত আ’সামি আয়েশা সিদ্দিকা মিন্নি আ’দালতে হাজির হয়েছেন। আ’দালতে পৌঁছেছেন রিফাত শরীফের পরিবারও।

রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেছেন, রিফাত শরীফ হ’ত্যা মা’মলার রায়ে সব আ’সামির যেন সর্বোচ্চ শা’স্তি হয়। মিন্নির মৃ’ত্যুদ’ণ্ড না হলেও যেন যাব’জ্জীবন হয়। আজ বুধবার সকালে আ’দালত প্রাঙ্গণ থেকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‌’আমি চাইবো যারা প্রকৃত দোষী তাদের যেন আ’দালত সর্বোচ্চ শা’স্তির রায় দেন আর যারা নি’র্দোষ তারা যেন নায্য বিচার পায়। ওই ছে’লেগুলো (রিফাত হ’ত্যা মা’মলার আ’সামি) এখনো উঠতি বয়সী। আজ তাদের পরিবারগুলো ধ্বংসের মুখে। আমি তো ছে’লে হারিয়েছি, তারাও ধ্বংসের মুখে পড়েছে। শুধু মিন্নির প্র’রোচনায় এমন ঘটনা ঘটেছে।

বরগুনার আ’লোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলার প্রাপ্তবয়স্ক ১০ আ’সামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন আ’দালত। এরই মধ্যে এ মা’মলার একমাত্র জামিনপ্রাপ্ত আ’সামি আয়েশা সিদ্দিকা মিন্নি আ’দালতে হাজির হয়েছেন। আ’দালতে পৌঁছেছেন রিফাত শরীফের পরিবারও।

রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেছেন, রিফাত শরীফ হ’ত্যা মা’মলার রায়ে সব আ’সামির যেন সর্বোচ্চ শা’স্তি হয়। মিন্নির মৃ’ত্যুদ’ণ্ড না হলেও যেন যাব’জ্জীবন হয়। আজ বুধবার সকালে আ’দালত প্রাঙ্গণ থেকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‌’আমি চাইবো যারা প্রকৃত দোষী তাদের যেন আ’দালত সর্বোচ্চ শা’স্তির রায় দেন আর যারা নি’র্দোষ তারা যেন নায্য বিচার পায়। ওই ছে’লেগুলো (রিফাত হ’ত্যা মা’মলার আ’সামি) এখনো উঠতি বয়সী। আজ তাদের পরিবারগুলো ধ্বংসের মুখে। আমি তো ছে’লে হারিয়েছি, তারাও ধ্বংসের মুখে পড়েছে। শুধু মিন্নির প্র’রোচনায় এমন ঘটনা ঘটেছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »