ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবারহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন

শত কোটি টাকা ভারতে পাচার, ডাক বিভাগের ডিজি সুধাংশু শেখর ভদ্রকে দুদুকের জিজ্ঞাসাবাদ

সেপ্টেম্বর ০২ ২০২০, ১৮:৫৪

Spread the love

আজকের ঝলক নিউজ

এবার ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে প্রকল্পের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি, ভারতে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগ থে;কে জানানো হয়, সংস্থাটির উপপরি;চালক মো. সালাউদ্দিন ডাক বিভাগের মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করেছেন।

সারা দেশের উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজা;র ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবারহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবারহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উ;ত্তোলন, আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকা;দারি কাজে অনিয়ম, ভারতে শত কোটি টাকা পাচার ও বাড়ি আছে এমন অভিযোগের ভিত্তিতে সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডাক বিভাগের ডিজির বিরুদ্ধে তার নি;জের নামে সম্পদ না রেখে আত্মীয়-স্বজনদের নামে অঢেল সম্পদ করার অভিযোগও রয়েছে। এ বিষয় তদন্ত হচ্ছে ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »