১৪ নাবিক নিয়ে মেঘনায় ডুবে গেল ভারতীয় জাহাজ

Spread the love

আজকের ঝলক নিউজ :

কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্রাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় জাহাজটি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড ও চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে চাঁদপুর কোস্টগার্ড।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, ভারতের কলকাতা থেকে ৫দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামের জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্রাই এ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনা ঘাটের উদ্দেশে রওনা করে। জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙর ছিঁড়ে পাশের অন্য দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »