প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন

Spread the love

প্রথম ধাপে ২৫ পৌ’রসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নি’র্বাচন কমিশন। এ সব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রো’ববার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন এ ত’ফসিল ঘোষণা করে।

 

তিনি বলেন, প্রথম ধাপে ২৫ পৌর’সভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌ’রসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

 

নির্বাচন কমি’শনের (ইসি) সিনি’য়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, সব পৌ’রসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভো’ট গ্রহণ ক’রা হবে।

এর আগে গত বৃহস্প’তিবার সাংবা’দিকদের জানানো হয়, প্রথম ধাপে ২৫টি পৌ’রসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়ে’ছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে ত’ফসিল ঘোষণা করার কথা উ’ল্লেখ করা হয়।

ইসি সূত্র জানি’য়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বা’চন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মে’য়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়া’দ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির ম’ধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শে’ষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থে’কে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। ইতোমধ্যে ৫ পৌরসভার ত’ফসিল দিয়েছে ইসি। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এ’বং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প’দে নির্দলীয় প্রতীকে ভো’ট হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »