চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে উপজেলার সর্বস্থরের সাংবাদিক নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন প্রেসক্লাব ও জার্নলিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,সাধারণ সম্পাদক মনির আহমেদ শ্রুভ্র,সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াসিন আরাফাত,সাধারণ সম্পাদক এম আমির হোসেনসহ অন্যান্য জাতীয় ও আঞ্চলীক পত্রিকার সাংবাদিক বৃন্দ।
এসময় সাংবাদিক মুজাক্কির হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সাংবাদিকদের উপর অত্যাচার নির্যাত বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন উপস্থিত বক্তারা।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালীর কোম্পানীগঞ্জে হরতালে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে ২১ ফেব্রুয়ারী রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।