হাসান, রিক্তা ও কল্যাণের ‘চাকরীর ফাঁদে
নভেম্বর ২১ ২০২০, ১৭:৪৪
ছোটপর্দার দর্শকপ্রিয় তিন অভিনয়শিল্পী আ খ ম হাসান, ফারজানা রিক্তা ও কল্যাণ কোরাইয়া। অভিনয় দিয়ে এরইমধ্যে তিন জনই আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। নাটক নিয়েই সারা বছর ব্যস্ত সময় পার করেন তাঁরা। সম্প্রতি তাঁরা তিন জন এক সঙ্গে ‘চাকরীর ফাঁদে’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন। শেখ সানিয়াত কবির বাবু’র রচনায় সোহেল
তালুকদার এর পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মীর্জা রাকিব, আল সামাদ রুবেল, সখরিয় মন্ডল, আব্দুল মালেক প্রমুখ। নাটক প্রসঙ্গে ফারজানা রিক্তা বলেন, গল্পে দেখা যাবে সহজ সরল গ্রামের একটি মেয়ে নতুন বিয়ে
হয়েছে। স্বামী বেসরকারী একটি প্রতিষ্ঠানে চাকুরী করে। সে বিয়ের পর গ্রাম ছেড়ে শহরে এসে স্বামীর সাথে থাকে। একটা সময় স্বামী বউকে খুব মিস করে। সারাক্ষণ বউকে চোখের সামনে দেখার জন্য তার অফিসে বউকে চাকুরী দেয়। তবে একটি শর্ত দেয় যে বউ বিবাহিত তা গোপন রাখতে হবে। প্রথম বউ রাজি না হলেও পরে রাজি হয়। একটা সময় অফিসের বস মেয়েটার প্রেমে পরে যায়। স্বামীও বউকে সন্দেহ করে। এভাবেই গল্পটি এগিয়ে যাবে। দর্শক নাটকটি দেখে বিনোদিত হবে। নির্মাতা সোহেল তালুকদার জানান, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।