বরিশালের কবিতা

বরিশাইল্লা পোলা; মো: জহিরুল ইসলাম

Spread the love

বরিশাইল্লা পোলা

মো: জহিরুল ইসলাম (রাজু)

ধান নদী খালের খালের গোলা
জ্ঞানের ক্ষেত্রে খোলা মেলা,
বরিশাইলা পোলারে, বরিশাইল্লা পোলা
১০০ টাকা তোলারে ১০০ টাকা তোলা ।
বরিশাইল্লা পোলারে বরিশাইল্লা পোলা । ।

 

ভোলার দধি, গৌরনদী এক স্বাধের নয়
ঝালকাঠীর গামছা ভালো সব লোকে কয়,
স্বরুপকাঠীর আমড়া ভাল সব লোকে খায় ।
কিন্তু সব জেলার পোলা কিন্তু এক রকম নয়রে
বরিশাইল্লা । বরিশাইল্লা পোলারে বরিশাইল্লা পোলা ।।

 

বরিশাইল্লা পোলারা খুব হ্যানস্যাম হয়
সহজে বাপের পোলা মাথা না নোয়ায় ।
সময় হলে টাংকি মারে, পড়ায় ফাঁকি নয় ।
ঝোপ বুঝিয়া, তোপ মারে ব্যবাক লোকে কয়রে
বরিশাইল্লা । বরিশাইল্লা পোলারে বরিশাইল্লা পোলা । 

 

চাপা একটু বেশি মারে দোষের কিছু নয়
জমিদারী ভাব আছে, পূর্বপুরুষ তয়
ভিআইপি লঞ্চে আসে, ফাস্ট ক্লাসে যায়
পায়ের উপর পা ফ্যালাইয়া নায়কের ভাব যে লয়রে–
বরিশাইল্লা । বরিশাইল্লা পোলারে বরিশাইল্লা পোলা ।

কপি রাইট আইনে নিবন্ধিত : কোথাও উপস্থাপিত হলে লেখকের নাম ব্যবহার বাধ্যতামূলক । 

লেখক,

মো: জহিরুল ইসলাম (রাজু) বিএ, অনার্স, এম,এ, এলএল’বি, এমবিএ। কন্ঠ শিল্পী বাংলাদেশ বেতার, সদস্য বিনামূল্যে আইন সহায়তা কমিটি, স্কাউটার বাংলাদেশ স্কাউটস, প্রাক্তন সার্জেন্ট-বিএনসিসি-নৌ শাখা, লেখক ও কবি। ফোন ০১৭১১৩০০৪৭৬

বেগুন ফুল রঙের থ্রিপিস; মো: জহিরুল ইসলাম

https://www.youtube.com/watch?v=EuMzqzjdK3U&list=RDWGVjKqK_Rpw&index=3

ছবি : ইন্টারনেট :



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »