ডিসেম্বর-জানুয়ারিতে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা

Spread the love

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মা’লেক জানিয়েছেন, ডিসে’ম্বর ও জানুয়ারিতে প্রতিটি মেডিকেল কলে’জে শিক্ষার্থীদের পরী’ক্ষা হবে। তিনি বলেন, স্বা’স্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন প’র্যায়ের প্রায় ২২ হাজার কর্মকর্তা-ক’র্মচারীদেরও পরীক্ষা নেওয়া হবে। ক’রোনার মধ্যে এই পরীক্ষা ব’ন্ধ থাকবে না।

 

জাহিদ মা’লেক বলেন, করোনার সময়ে ১০ হাজার নার্স নি’য়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগে শিক্ষা’র্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যা’বে, তা ঠিক হবে না। এ জন্য স্বাস্থ্য মন্ত্র’ণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা নেওয়ার সি’দ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষ’য়ে সম্মতি দিয়েছেন।

শনিবার মা’নিকগঞ্জে ১০টি কমিউনিটি ভিশন সেন্টা’রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বা’স্থ্যমন্ত্রী এ কথা বলেন। বিকেলে জে’লা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। এ’তে কর্নেল মালেক মেডিকেল কলে’জের অধ্যক্ষ মো. আখতারুজ্জমান সভাপতিত্ব করে’ন। এসময়  নার্সদেরও পরীক্ষা হ’বে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »