আজ বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা

ডিসেম্বর ০২ ২০২০, ০৪:০০

Spread the love

আসরের প্রথম জ’য়ের খোঁজে তামিমের ফরচুন বরিশালের বি’পক্ষে মাঠে নামবে মুশফিকের বেক্সিমকো ঢাকা। তবে ঢা’কার বাজে ফর্মের দিকে না তাকিয়ে থেকে জয়ের ধারায় ফিরতে নিজেদের পার’ফরম্যান্সে ফোকাস রাখার কথা জানিয়েছেন বরি’শালের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। মিরপুরে দুদ’লের ম্যাচ মাঠে গড়াবে বুধবার (২ নভেম্বর) দুপুর দেড়টায়।

কোন শনি ভর ক’রেছে কে জানে! রাহু গ্রাস কাটছেই না বেক্সিমকো ঢাকার। দে’শের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলের নেতৃত্বে তিনটা ম্যা’চ খেলেও হাসি মুখে মাঠ ছাড়া হয়নি। প্লে-অফের ক’ক্ষপথে থাকতে তাই জয়ের বিকল্প নেই ঢাকার সামনে। আ’র তা করতে হলে নিজেদের খোলস ছেড়ে বের হতে হ’বে ঢাকার ব্যাটিং লাইন আপকে। প্রথম ম্যাচে ১৬৭ রান তুল’লেও, পরের দুই ম্যাচে ৮৮ আর ১০৯ রানেই গুটিয়ে গেছে ই’নিংস। সঙ্গে রুবেল হোসেন-নাসুমদের বল হা’তে হতে হবে আরও অনুশাষিত।

চাপে ঢাকা। তবে প্রতি’পক্ষ বরিশালও নেই স্বস্তিতে। ৩ ম্যা’চে মাত্র একটা জয় নিয়ে ৫ জনের টে’বিলে আছে ৪ নম্বরে। তাই প্রতিপক্ষের চে’য়ে নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ বরিশালের।

ফরচুন বরিশালের ব্যাটস’ম্যান তৌহিদ হৃদয় বলেন, ঢাকা হয়তো তিনটা ম্যাচ ল’স করছে, আসলে এটা তে’মন কিছু না যে তারা ফিরে আসতে পার’বে না। আমরা আসলে ওই দিকে ফোকাস না করে নি’জেদের দিকে ফোকাস করছি। কিভাবে আমরা ম্যাচ ‘জিততে পারবো। প’রবর্তী ম্যাচে আমাদের টার্গেট থাকবে কি’ভাবে আমরা ম্যাচ জিততে পারবো।

অবশ্য পা’য়ের তলায় মাটি কিছুটা শক্ত হয়ে’ছে বরিশাল টিম ম্যানেজমেন্টের। অ’ধিনায়কত্বের পাতাটা উল্টিয়ে রাখলে ব্যা’টসম্যান তামিম ফিরেছেন রা’নে। সর্বোচ্চ রান সংগ্রাহ’কের তালিকাতেও আপাতত শীর্ষে। স’ব দলের বিপক্ষে ভালো করতে তা’মিমের মতো প্রতি ম্যাচেই কারও না কা’রও একটা বড় ইনিংসের প্র’ত্যাশা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজ’য়ীর।

ব্যাট’সম্যান তৌহিদ হৃদয় আরও বলেন, আমাদের ব’ড় রান দরকার। একটা বড় ই’নিংস খেলতে পারলে আমরা প্রতিটা টিমের সাথে ভালো খেল’তে পারবো।

বরিশা’লের জয়ে ফেরা নাকি ঢাকার পয়েন্ট খাতা খো’লা; ফলাফল যাই হোক, মাঝ’পথের আগেই টেবিলের উত্তে’জনাটা বেশ টের পাবে মির’পুরের ফাঁকা গ্যালারি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »