বরিশালের ভাষাটা শেখার চেষ্টা করব: তামিম

Spread the love

বাংলাদেশে আসা’র আগে যেকোনো তারকাই দুই একটা বাংলা বা’ক্য শিখে আসেন। শাহরুখ খান থেকে শু’রু করে ক্রিকেটার সকলের মাঝেই এই প্রবণতা দেখা গেছে অতীতে। এবার ভা’ষা শিক্ষা নেবেন তামিম ইকবাল। ফরচুন বরিশা’লের অধিনায়ক হবেন আর বরিশালের ভা’ষা একটু আধটু বলতে পারবেন না এমন তো হতে পারে না। তাই এইবার বরিশালের ভাষা শিক্ষার চেষ্টা করবেন বলে জানালেন বাং’লাদেশ দলের জনপ্রিয় এই ওপেনার।

বরিশালের অধি’নায়ক হিসেবে বরিশালের সমর্থকদের স’ঙ্গে মেলবন্ধনে এবং তাদের আনন্দ দিতে একটু আধটু শিখতে হবে বরিশালের ভা’ষাটা। এর আগে কখনোই বরিশালের হয়ে খেলে’ননি চট্টগ্রামের ছেলে তামিম। চট্ট’গ্রামের ছেলে বরিশালের ভাষাটা ভালো পারে’ন না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে আ’জ সংবাদ সম্মেলনে তাই বাংলাদে’শের ওপেনার বলেছেন, ‘বরিশালের ভা’ষা শেখার চে’ষ্টা করব। আমি বরিশালের ভাষায় কথা ব’লতে পারি না।’

তামিম গণমা’ধ্যমকে এই বিষয়ে বলেন, ‘এটা ভালো যে বরি’শাল আবার প্রতিযোগিতামূলক ক্রি’কেটে ফিরেছে। দু-তিন মৌসুম তো বিপিএলে ছিল না তারা। দলটির অনেক ভক্ত-সমর্থ’ক আছে। চেষ্টা করব তাদের কিছু আ’নন্দ উপহার দিতে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টু’র্নামেন্টের আগে আজ সংবাদ স’ম্মেলনে তাই বাংলাদেশের ওপেনার ব’লেছেন, ‘বরিশালের ভা’ষা শেখার চেষ্টা করব। আমি বরিশা’লের ভাষায় কথা বলতে পারি না।’

বরিশাল দ’লের ব্যাটিং লাইনআপে তামিম ই’কবালের সঙ্গে আছেন ইরফান শু’ক্কুর, তৌহিদ হৃদয় ও আ’ফিফ হোসেন। দ’লকে সাফল্য পে’তে হলে এই তিনজনকে ভালো ক’রতে হবে বলে মনে ক’রেন তামিম।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »