মেসিকে কেন বেঞ্চে বসিয়ে রাখা হলো?

Spread the love

রিয়াল বে’টিসের বিপক্ষে মাঠে নামার আ’গে ফুটবল পিয়াসুদেরকে এক’টা বড়সড় ধাক্কা দিলেন বা’র্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। শু’রুর একাদশে নেই লি’ওনেল মেসি! স্বভাবতই মা’নতে পারছিলেন না কেউই! ম্যা’চ শুরুর আ’গেই তাই এ বিষয়ে প্র’শ্নের মুখে পড়তে হয় বা’র্সার কোচিং স্টাফকে।

বার্সেলোনার স’হকারী কোচ আলফ্রেড ক্রু’ডার জবাব দেন সেই প্র’শ্নের। ফর্মের জন্য ব’সিয়ে রাখা হয়নি মেসিকে। মূ’লত তিনি পু’রোপুরি ফিট ছিলেননা, দা’বি করেছেন বার্সার ‘সহকারী কোচ।

তিনি ব’লেন, এটা শুধুই তার ফিটনেসের জ’ন্য। সে ফ্রেশ ছিল না। মৌ’সুমে আমাদের আরো অনে’কগুলো ম্যাচ আ’ছে। সেজন্যে কো’ম্যান জানিয়েছে, যারা পু’রোপুরি ফিট থাকবেনা তা’রা বেঞ্চে থা’কবে।

চল’তি বছরে আর্জেন্টাইন তা’রকা প্রথমবারের ম’তো বেঞ্চে থাকলেন। স’বশেষ গেল বছরের ২১ সে’প্টেম্বর গ্রানাদার বিপক্ষে ম্যাচের স’ময় বেঞ্চে ছিলেন ক্ষুদে জা’দুকর। সে ম্যাচের আগে ‘তি’নি ইনজুরি থেকে ফি’রেছিলেন। ফলে শু’রুর একাদশে ছি’লেন না মেসি।

এরপর থেকে ৩ ম্যা’চ ছাড়া বাকি সব ম্যা’চেই শুরুর একাদশে ছি’লেন তিনি। ৩ ম্যাচের ম’ধ্যে ২ ম্যাচে নিজ থে’কেই বিশ্রাম চেয়েছিলেন মে’সি। অন্য একটি ম্যাচে ইন’জুরির কারণে খেলতে পা’রেননি ক্ষুদে জাদুকর।

চলতি মৌ’সুমে এখন পর্যন্ত লা লিগা ও চ্যা’ম্পিয়ন্স লিগের সবক’টি ম্যাচেই একে’বারে শুরু থেকে খে’লেছেন লিওনেল মে’সি।

এরপর ‘আ’জকের ম্যাচে ৪১৩ দি’ন পর, প্রথমবারের ম’তো ম্যাচ শুরুর বাঁ’শিটা লিওনেল মে’সি শুনলেন বে’ঞ্চে বসে।

তবে ফি’রেই নিজের প্রয়োজনীয়তা বু’ঝিয়ে দিয়েছেন মেসি। দ্বি’তীয়ার্ধ্বে যখন তিনি না’মেন, স্কোরশিট ছিল ১-১। নে’মেই শুরুতে দু’র্দান্ত এক ডামিতে গ্রি’জম্যানকে দিয়ে গোল ক’রান তিনি।

ম্যাচের ৬১ মি’নিটে পেনাল্টি থেকে নিজে ক’রেন গোল। এরপর ম্যা’চের ৮২ মিনিটে আরো এক’টি গোল করে, ৪ ম্যা’চ পর লা লি’গায় দলের জয় নিশ্চিত ক’রেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »