চাকরি হারানোর ক্ষোভেই ইউএনওর ওপর হামলা: রবিউলের জবানবন্দি

সেপ্টেম্বর ২১ ২০২০, ০৮:৪৪

Spread the love

আজকের ঝলক

(২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রবিউল। জবানবন্দিতে রবিউল জানান ক্ষোভ থেকেই তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন। তিনিই একমাত্র পরিকল্পানাকারী; একাই হামলায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর বলেন, রবিউল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার বিষয়ে সম্মতি জানায়। তাই রবিউলকে আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল। জবানবন্দিতে রবিউল জানান ক্ষোভ থেকে তিনি একাই এ ঘটনা ঘটিয়ে;ছেন। জানাগেছে জানুয়ারিতে ইউএনও ওয়াহিদা খানমের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে রবিউলকে সাম-য়িক বরখাস্ত করা হয়। এ কারণে রবি’উল ক্ষুব্ধ হন। ১ সেপ্টেম্বর তাকে চাক’রি থেকে চূড়ান্ত বর’খাস্ত করা হয়। এতেই রবি’উল ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার সি’দ্ধান্ত নিয়ে হামলা করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে রবি’উল ইসলাম জানিয়েছেন, এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হাম;লাকারী তিনি নিজেই। আক্রোশ থেকেই এ ঘটনা ঘটিয়ে;ছেন তিনি। তার দেয়া তথ্য;মতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উ;দ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার পর.নের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকে;শন আলামত হিসেবে ঢা;কায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচার;কার্যে সহায়ক হবে বলে জানি;য়েছে পুলিশ।

গত ৯ সে;প্টেম্বর সন্দেহভাজন ও প্রযুক্তির সহায়তার মাধ্যমে র;বিউল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। ছবি সংগৃহীত



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »