ইবির আল-ফিকহ বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু

ডিসেম্বর ০৪ ২০২১, ২৩:৫২

Spread the love

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রচেষ্টায় এ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় ঢাকা জজ কোর্ট সংলগ্ন স্টার কাবাব হোটেলের ২য় তলায় মতবিনিময় সভায় এ এসোসিয়েশন গঠিত হয়।

বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী এ্যাড. মোঃ জিল্লুর রহমানের উপস্থাপনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃআব্দুর রাজ্জাক, এ্যাড. মোঃ আসাদুল্লাহ, আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ওমর ফারুক, এ্যাড.জামিরুল ইসলাম, এ্যাড. মামুন,এ্যাড. আবু দাউদ,এ্যাড. শরিফুল ইসলাম, এ্যাড. মহিউদ্দিনসহ বিভাগের বিভিন্ন বর্ষের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

পরে উপস্থিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পরোক্ষ ভোটে এ্যালামনাই-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃআব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী এ্যাড. মোঃ আসাদুল্লাহ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ ওয়াজিউদ্দিন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »