‘নারীদের আইপিএল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত সালমা-জাহানারা’

Spread the love

নারীদের আই’পিএলে খেলতে যাওয়া সালমা খাতুন ও জাহা’নারা আলমের প্রস্তুতি বেশ ভালো। বেশি সময় না পাওয়ায়, নতুন কিছু না করে, অনুশীলনে শ’ক্তির জায়গাগুলো নিয়েই কাজ করেছেন তা’রা। এমনটাই জানিয়েছেন দুই ক্রিকেটারের তত্ত্বাবধানে থাকা কোচ মা’হবুব আলি জাকি। আইপিএলে খেলতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁ’ছে গেছেন সালমা ও জা’হানারা।      

সামাজিক যো’গাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ক্রিকেটার জা’হানারা আলম। বিমানবন্দর ও সং’যুক্ত আরব আমিরাতের টিম হোটেলের ছবি পোস্ট করেছেন ফেইসবুকে। নারী আইপিএ’লে খেলতে যাওয়া জাহানারা ও সালমাকে ব’রণ করে নিয়েছে তাদের দল।

এর আগে’ও ওয়েমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেল’ছেন জাহানারা। সতী’র্থের কাছ থেকে নিশ্চয়ই সে অভি’জ্ঞতার কথা শুনেছেন সালমা। নারীদের আইপিএল তা’র কাছে যে নতুন। কেমন হয় ফ্র্যাঞ্চা’ইজি ভিত্তিক এ আসরের পরি’বেশ, জাহানারার কাছ থেকে তা জানার চেষ্টা’ করেছেন, দেশের মাটিতে দু’ই ক্রিকেটারের তত্ত্বাবধানে থা’কা কোচ মাহবুব আ’লি জাকিও।

এই কো’চ বলেন, সালমা আর জাহানারার আ’ইপিএলের অনুশীলনের দা’য়িত্বে ছিলাম আমি। আশা কর’ছি ওদের প্রস্তুতি ভালো হয়েছে। আইপিএলের আ’বহ আর ধরন মাথায় রেখে অনু’শীলনের চেষ্টা করা হয়েছে। মূলত প্লেয়ারদের চা’হিদা মতো কাজ করেছি।

ওয়েমেন্স টি-টো’য়েন্টি চ্যালেঞ্জ পুরুষদের আইপিএলের ম’তো অতো জমজমাট না হ’লেও, নারীদের ক্রিকেটে এ’র গুরুত্ব রয়েছে। এ মঞ্চে তাই ভালো কর’তে মুখিয়ে আছেন টাইগ্রেসদের প্র’তিনিধিরা।

করোনা মহামারীতে দীর্ঘ সময় মাঠের বাইরে থা’কায় ফিটনেসে ঘা’টতি থাকা অস্বাভাবিক নয়। যদি’ও কোচ জাকির দাবি, ভালো অবস্থানেই পে’য়েছেন দুই শিষ্যকে।

মাহবুব আলি জা’কি বলেন, দীর্ঘ সময় ওরা খেলার বাইরে ছিলো। তবে ফি’টনেসের দিক থেকে ওরা বে’শ ভালো অবস্থানে আছে। করোনার সময়েও নিজেরা ফি’টনেস নিয়ে কাজ করেছে। ওরা যেহেতু অলরা’উন্ডার, তাই আইপিএলের চা’হিদা অনুযায়ী বোলিং ও ব্যাটিংয়ে ‘কাজ করা হয়েছে। স্ট্রেন্থ, স্কো’রিং জোন- এসব নিয়ে কাজ ক’রা হয়েছে। শক্তি’র জায়গাগুলোই চ’র্চা করেছে তারা। সবচেয়ে ভালো দিক হ’চ্ছে, দেশের নারী ক্রিকে’টাররা এখন খেলতে খু’ব উৎসাহী।

৪ নভেম্বর থে’কে শারজায় শুরু হবে ৩ দলের টুর্নামেন্ট। ভেলোসি’টির হয়ে জাহা’নারা ও ট্রেইলব্লে’জার্সের জার্সিতে নামবেন সালমা। একাদশে থাকলে ৫ নভে’ম্বর মুখোমুখি হবে’ন দুই টাইগ্রেস। দে’শের নারী ক্রি’কেটের দর্শকদের ‘জ’ন্য যা বেশ উপ’ভোগ্যই হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »