ধোনিদের বুড়ো দলটা যেন চলেই না আর!

Spread the love

ক্যাপ্টেন কুল মাহেন্দ্র সিং ধো’নির বয়স তো থেমে নেই! বেলায় বেলায় কে’টে গেছে ৩৯টি বসন্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অ’বসরের ঘোষণা দিয়েছেন এই আইপিএল শু’রুর আগে। এই দলের অন্য খেলোয়াড়রাও বয়স থা’মিয়ে রাখতে পারেননি। ৩৯ বছর ব’য়সী শেন ওয়াটসন কিংবা ৩৬ বছর ব’য়সী ফাফ ডু প্লেসিদের তারকাখ্যাতি আ’ছে ঠিকই, তবে বুড়ো হাড়টা ঠিক কাজ করছেনা যেন! আর তা’ইতো এবারের আসরে ধোনিদের এই দ’লটা পেয়েছে বুড়ো দলের তকমা। খেলায় চোখ বু’লোলেই বোঝা যায়, টি-টোয়েন্টির ধামাকা ক্রি’কেটের সঙ্গে তালও মেলাতে পা’রছেনা দলটি।

রাজস্থান র’য়্যালসের বিপক্ষে ম্যাচটিই দেখুন। গু’রুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে খুব একটা সু’বিধা করতে পারেনি চেন্নাই। ২০ ওভারে মা’ত্র ১২৫ রা’নে থামে তাদের ইনিংস। আর এই সহজ টার্গেটটা রা’জস্থান রয়্যালস পাড়ি দিয়েছে মাত্র ৩ উ’ইকেটের বিনিময়ে।

আবুধাবিতে ট’স জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হ’য়নি চেন্নাইয়ের। চমক দেখিয়ে এদিন ইং’লিশ তরুণ অলরাউন্ডার স্যাম কুরানকে ওপেনিংয়ে পাঠান ধো’নি। সঙ্গে অভিজ্ঞ প্রোটিয়া ব্যা’টসম্যান ফাফ ডু প্লেসি। তবে দু’জনের রসায়নটা জমেনি। দলীয় মাত্র ১৩ রা’নেই আর্চারের শিকার হয়ে সা’জঘরের পথ ধরেন ডু প্লেসি।

দলীয় ২৬ রানে আ’উট হন আরেক বিদেশি রিক্রুট শেন ও’য়াটসন। অজি তারকার সং’গ্রহ মাত্র ৮ রান।

এ’কপ্রান্ত আগলে রাখা স্যাম কুরান ও আ’ম্বাতি রায়ডুর ধীরগতির ব্যাটিংয়ে, রানের চাকা থেমে যায় চে’ন্নাইয়ের। ২৫ বলে ২২ রান ক’রে আউট হন কুরান। রা’য়ডু করেন ১৯ বলে ১৩ রান।

ব্যাট হাতে ঝ’ড় তুলতে পারেননি ধোনিও। ২৮ বলে ২৮ রা’ন করে রানআউটের শিকার হন দলীয় অ’ধিনায়ক।

শেষদিকে জা’দেজার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে, নি’র্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানের অল্প পুঁ’জি পায় সিএসকে।

জবাবে ব্যা’ট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি রা’জস্থান রয়্যালসেরও। ২৮ রানের মধ্যে হারাতে হয় স্টো’কস, উথাপ্পা ও সাঞ্জু স্যামসনের উ’ইকেট।

তবে ইং’লিশ তারকা জশ বাটলারের সঙ্গে জুটি বেঁধে বি’পদ সামাল দেন অজি তারকা স্টিভেন স্মিথ। এ’কপ্রান্ত আগলে রাখেন স্মিথ। খে’লেন ৩৪ বলে ২৬ রানের ধী’রস্থির ইনিংস। তবে অন্যপ্রান্তে ঝড় তো’লেন বাটলার। মাত্র ৪৮ বলে ৭০ রান করে অ’পরাজিত থাকেন তিনি।

দু’জ’নের ব্যাটে চড়ে সহজ জয় পায় রা’জস্থান রয়্যালস।

এই জয়ে ১০ ম্যাচে ৮ প’য়েন্ট নিয়ে টেবিলের ৫-এ উঠে এলো স্মিথের দল। অ’ন্যদিকে ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাই চলে গে’ল টেবিলের একেবারে ত’লানীতে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »