‘মোহাম্মদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপি

Spread the love

সারা বিশ্বে যখন ফ্রা’ন্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোঁর বক্ত’ব্যের সমালোচনা চলছে। যখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বয়কটের আহ্বান জানিয়েছেন ফ’রাসি পণ্যের। তখন ‘আমি মোহাম্মদকে ভালো’বাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করে মহান’বী (সা.)-এর অবমাননার প্রতিবাদে অং’শগ্রহণ করেন কসোভোর একজন সংসদ সদস্য। 

রোববার (২৫ অক্টোবর) ক’সোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করে’ন সেল্ফ ডিটারমিনেশন মু’ভমেন্টের সদস্য ইমান আর রহমানি।

এমন মাস্ক পরিধান ক’রার দুটি কারণ উল্লেখ করে আর রহমানি ব’লেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ক্যা’ন্ড্রিম গাসি মহানবী মোহাম্মদ (সা.)-এর ব্য’ঙ্গচিত্র সংবলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জা’নান দেওয়া যে আমরা এখন মহানবী (সা.)-এর জন্মের মাস অ’তিবাহিত করছি।’

সামাজিক যো’গাযোগ মাধ্যমে মাস্ক পরি’হিত নিজের ছ’বি প্রকাশ করে তিনি ক্যাপশনে আর রহ’মানি লেখেন, ‘প্রশান্তি ও কোমলতার স’ঙ্গে প্রতিবাদ। অব’জ্ঞা বা অব’মাননা কোরো না। মহানবী মোহাম্মদ (সা.) মানবজাতির মু’ক্তির দূত।’

সূত্র : আনাদোলু এজেন্সি।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »