মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

গণতন্ত্রের আসল অর্জনই হলো বিরোধিতা করার অধিকার

Spread the love

গণতন্ত্রের আসল অর্জনই হলো বিরোধিতা করার অধিকার – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন

সংসদে বিরোধী দলের ভূমিকা সরকারি দলের থেকে কম গুরুত্বপূর্ণ নয়।যদি ও সরকারি দল সব সময় বিরোধী দল কে দূর্বল ভাবে দেখতে অভ্যস্ত।
এই অভ্যাস বেশি ক্ষতিকর হয়ে ওঠে যখন বিরোধী দল স্বয়ং নিজেদের ভূমিকা ও  দায়িত্ব সম্বন্ধে সচেতন না থাকেন।গণতন্ত্রের আসল অর্জনই হলো বিরোধিতা করার অধিকারটুকুই।এই বিরোধিতা করা জন্য প্রথমত শক্তিশালী বিরোধীদলের অস্তিত্ব জরুরি।বিরোধীদলের শক্তির সঠিক পরিমাপ সংসদে প্রাপ্ত আসন সংখ্যা থেকে হয় না। ভোটের শতাংশ থেকে কিছুটা বোঝা যায়, বিরোধীর শক্তির আসল পরিমাপ তাঁদের সংগঠন, কর্মীদের তৎপরতা ও জনসংযোগ থেকেই সম্ভব।
প্রতিবাদীকে দমন করা বা প্রতিরোধ চূর্ণ করা এটা সরকারের  চরিত্র গনতন্ত্রের আবিস্কারের শুরু থেকে আজও এই ধারায় চলছে।সেই কারণেই সব প্রতিবাদী কণ্ঠস্বরকে সমর্থন জানানো মূলত বিরোধী দলগুলির কর্তব্য। তার মানে এই নয় যে সব প্রতিবাদই যুক্তিযুক্ত হবে বা সব দল সব প্রতিবাদের বিষয়ে একমত হবে।শুধু প্রতিবাদের অধিকার সম্বন্ধে একমত হওয়া দরকার।নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করা এবং বজায় রাখা বিরোধীদলের পক্ষের গুরুত্বপূর্ণ কাজ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »