বরিশালে লেপের মধ্যে শিশুর মরদেহ, আড়ায় ঝুলছিলেন মা

ডিসেম্বর ০৩ ২০২০, ২০:০৮

Spread the love

বরিশালের মে’হেন্দিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থে’কে মা ও ২ বছরের শি’শুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃ’হস্পতিবার (০৩ ডিসেম্বর) স’কালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বদরপুর গ্রামে নি’জ বাড়ি থেকে তাদের মরদেহ উ’দ্ধার করা হয়।

তবে ঘটনাটি হ’ত্যা না আত্মহত্যা সে ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। নি’হতরা হলেন-সালমা বেগম (২৫) ও তার শিশু ক’ন্যা আফরিন জান্নাত (২)।

জানা গেছে, ভোরে গৃহ’বধূ সালমা বেগমের শাশুড়ি ঘরে ঢুকে তাকে আ’ড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প’রে নাতনি আফরিন জান্নাতকে লেপের ম’ধ্যে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় তার চি’ৎকার শুনে প্রতিবেশীরা এসে ঝুলন্ত মরদেহ না’মায়। খবর পেলে পুলিশ মরদেহ দুটি উ’দ্ধার করে।

পরে তাদের ম’রদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শে’রেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার সাই’ফুল ইসলাম জানান, রাতে সালমার সঙ্গে তার স্বা’মী আমজাদ সরদারের ঝগড়া হয়। হত্যা না আ’ত্মহত্যা তাৎক্ষ‌ণিকভাবে বোঝা না গেলেও এ’ই বিষ‌য়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »