‘সরকারকে টেনে নামাতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে গেছে বিএনপি’

Spread the love

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ব’লেছেন, ‘বিএনপির কয়ে’কজন নেতা বক্তব্য দিয়েছেন এই সরকারকে টেনে না’মিয়ে ফেলতে হবে। ত’বে, উনাদের টেনে নামানোর হু’মকির মধ্যে প্রায় একযুগ ধরে বঙ্গ’বন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধান’মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০০৯ সা’লে সরকার গঠন করার মাস’খানেক পর থেকেই তারা আমাদের টেনে নামানোর চে’ষ্টা করে যাচ্ছেন। সরকারকে টেনে নামা’তে গিয়ে রশি ছিঁড়ে নিচে পড়ে গে’ছে বিএনপি।’

বুধবার সন্ধ্যায় জাতির জ’নক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত’বার্ষিকী উদযাপন উপলক্ষে ব’ঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আয়োজনে চট্টগ্রাম জে’লা আইনজীবী সমিতি অ’ডিটোরিয়ামে আ’লোচনা সভায় তি’নি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আই’নজীবী সমন্বয় পরিষদের সভাপতি এডভোকেট সৈয়দ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দি’নের সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে উ’দ্বোধনী বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রিয় সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশ’নের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক এডভোকেট ইউসু’ফ হোসেন হুমায়ুন, যুগ্ম আহবায়ক এড’ভোকেট বাসেত মজুমদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি নি’র্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী, আইনজীবী নেতা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌ’ধুরী বাবুল, রতন কুমার রায়, ইফতেখার সাইমুল চৌধু’রী ও আবু মো. হাশেম প্রমূখ।
তথ্যমন্ত্রী বলেন, দেশ যখন এগি’য়ে যাচ্ছে তখন নানামুখি ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির মি’র্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বলেন স্বাধীনতার ইতিহাস বিকৃতি’র কথা, তখন হাসি পায়। যারা ইতিহাসকে বছরের প’র বছর, দশকের পর দশক ধরে বিকৃতি করেছেন তাদের মুখে এসব শো’ভা পায়না। আজকে যখন দেশের মানুষ সঠিক ইতিহা’স জানতে পারছে, তখন তাদের গাত্রদাহ হচ্ছে। তারা ইতিহাসের খল নায়ককে নায়ক বানিয়েছিলেন, স্কুলের দপ্তরিকে তারা হে’ড মাষ্টার বানানোর চেষ্টা করেছিলেন। এ ধরনের হাস্যকর বক্তব্য ক্রমাগ’তভাবে না দিয়ে বরং নিজেদের দলকে গুছিয়ে, নিজে’দের ঘরটাকে সংগঠিত করার পরামর্শ দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, খালেদা জি’য়া বলেছিলেন, এই সরকার কখনো পদ্মা সেতু ক’রতে পারবে না, তাদের বলবো, পদ্মা পা’ড়ে গিয়ে দেখে আসুন। ঢাকা শহরে মে’ট্রোরেল ও চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল আগা’মী বছর চালু হবে, ইতিমধ্যে সরকারের প’ক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চট্ট’গ্রামেও মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হবে। এই ধা’রা অব্যাহত থাকলে ২০৪১ সাল নয় তার অ’নেক আগেই ইনশাআল্লাহ বাংলাদেশ এ’কটি উন্নত ও সমৃদ্ধ দেশ হবে। সিঙ্গাপুর মা’লয়েশিয়ার মতো বদলে যাওয়ার অগ্র’গতির গল্প যদি বিশ্ববাসীকে জানান দি’তে হয়, শেখ হাসিনাকে একটু সময় দিতে হবে। তা’র হাতকে শক্তিশালী ক’রতে হবে।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »