পর্নোগ্রাফি রোধকল্পে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ

Spread the love

কপিরাইট আ’ইন ও পর্নোগ্রাফি রোধকল্পে সংস্কৃতি ম’ন্ত্রণালয়কে প্রয়োজনীয় আই’নানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে’ছে সংসদীয় স্থা’য়ী কমিটি। একইসঙ্গে স্থানীয় সর’কার মন্ত্রণালয়ের মাধ্যমে উপ’জেলা পর্যায়ে শি’ল্পকলা একাডেমির অবকাঠামো নির্মাণে’র লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সুপা’রিশ করা হয়। পাশা’পাশি সাহিত্যকর্ম বাংলা ভা’ষায় বা বিদেশী ভাষায় অনুবাদের ক্ষেত্রে দক্ষ ও অ’ভিজ্ঞ অনুবাদকের মাধ্যমে সম্প’ন্ন করার জন্য সুপা’রিশ করে কমিটি। এছাড়া বাং’লা ভাষার শব্দ বা’নানে একই শব্দে’র বানান পুন:পুন: পরিবর্ত’নের ফলে সমাজে যে বিভ্রা’ন্তি দেখা যায় সে প্রেক্ষিতে বাং’লা একাডেমির ভূমি’কা নির্ধারণ করে দেওয়ার সু’পারিশ করা হয়।

সং’সদ ভবনে আজ অনুষ্ঠিত ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্র’ণালয় সম্পর্কিত সংসদীয় ‘স্থায়ী কমিটির দ্বাদশ বৈঠ’ক এসব সুপারিশ করা হয়। বৈ’ঠকে সভাপতিত্ব করেন কমি’টির সভাপতি সিমিন হোসেন (রিমি)। সং’স্কৃতি প্রতিমন্ত্রী কে এম খা’লিদ, মমতাজ বেগম,  কাজী কে’রামত আলী, অসীম কুমার উকিল, সু’বর্ণা মুস্তাফা বৈঠকে অং’শগ্রহণ করেন।

বৈঠকে বি’দেশী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অন্ত’র্ভূক্তিকরণে মন্ত্রণালয় বা কোন প্রতিষ্ঠা’নের পক্ষ থেকে কোন পদ’ক্ষেপ গ্রহণ করা হয়ে’ছে কিনা জানতে চেয়েছে ক’মিটি।

সংসদের গ’ণসংযোগ বিভাগ জানায়, বাংলা ভাষার উল্লে’খ’যোগ্য সাহিত্যকর্ম আন্তর্জাতিক বিভিন্ন ভাষায় অনু’বাদ এবং বিশ্বের উল্লেখযোগ্য সাহি’ত্যকর্ম বাংলা ভাষায় অনুবাদের গৃহিত কার্য’ক্রম সম্পর্কে অবহিত করা হয়। এসময় কমিটি সা’হিত্যকর্ম বাংলা ভাষায় বা বিদেশী ভাষা’য় অনুবাদের ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ অ’নুবাদকের মাধ্যমে সম্পন্ন করার জন্য সুপারিশ ক’রা হয়। বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিল্পী’রা যাতে তাদের প্রোগ্রামসমূহ অব্যা’হত রাখতে পারেন সে বিষয়ে সহযোগিতা করার জ’ন্য সকল সংসদ-সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণা’লয় এবং জেলা প্রশাসককে লিখিত আ’কারে অবহিত করার বিষয়ে কমিটি কর্তৃক সু’পারিশ করা হয়।

বৈঠকে সংস্কৃতি বিষয়’ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডে’মি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাং’লাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্ত’রের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছি’লেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »