সুইসাইড নোটে ক্ষমা চেয়ে গৃহবধূর আত্মহত্যা!

Spread the love

আমার বাঁ’চার কোন ইচ্ছা নাই। আর আমার মৃ’ত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে স’বাই মাফ করে দিও।’ সা’দা কাগজে এসব কথা লিখে গ’লায় ফাঁস দিয়ে আ’ত্মহত্যা করেছেন মোহনা আ’ক্তার (১৫) নামের এক গৃহবধূ। র’বিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে এ ঘ’টনায় ঘটেছে। 

পুলিশ জানায়, সখীপুর পৌ’রসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভা’ড়া বাসায় থাকতেন মোহনা আ’ক্তার, তার মা ও স্বামী জসিম উদ্দিন। রবিবার স’ন্ধ্যায় মোহনাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকা দে’খে তার মা তাকে উদ্ধার করে সখীপুর উ’পজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ক’র্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলি’শ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আ’সে। ওই গৃ’হবধূর গ্রামের বাড়ি টাঙ্গাইলের না’গরপুর উপজেলায়। তার বাবার নাম বাবুল মি’য়া। এ ঘটনায় অ’পমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

সখীপুর থানা ভা’রপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন ব’লেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টা’ঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ক’লেজ এন্ড হাসপাতালে পাঠানো হ’য়েছে। এ ঘটনায় সখীপুর থানায় অ’পমৃত্যুর মামলা নেয়া হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »